Advertisement
২৩ এপ্রিল ২০২৪

ফিরতে মরিয়া জেটলি!

সে ক্ষেত্রে ৮ অগস্টই ফের তিনি অর্থ মন্ত্রকে যোগ দেবেন বলে ঘনিষ্ঠ মহলের খবর।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৪ অগস্ট ২০১৮ ০৩:৪৭
Share: Save:

দ্রুত কাজে ফিরতে চাইছেন অরুণ জেটলি। সংসদের বাদল অধিবেশন শেষ হচ্ছে ১০ অগস্ট। শেষ দু’দিন তিনি সংসদে আসতে চান। সে ক্ষেত্রে ৮ অগস্টই ফের তিনি অর্থ মন্ত্রকে যোগ দেবেন বলে ঘনিষ্ঠ মহলের খবর।

কিডনি প্রতিস্থাপনের জন্য দীর্ঘদিন ধরেই গৃহবন্দি জেটলি। তবে অস্ত্রোপচারের পর থেকে বাড়িতে বসেই ব্লগ লিখে বা টুইট করে রাজনৈতিক বিতর্কে অংশ নিয়েছেন তিনি। ভিডিয়ো কনফারেন্সে বক্তৃতাও দিয়েছেন। তা নিয়ে রাজনীতিকদের মধ্যে জল্পনা চলেছে, জেটলি কি আসলে নিজের অস্তিত্ব বারবার জানান দিতে চাইছেন?

জল্পনার কারণও যথেষ্ট। জেটলির অনুপস্থিতিতে পীযূষ গয়াল অর্থ মন্ত্রকে বিশেষ না গেলেও, রেল মন্ত্রকে বসেই একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। এক দিকে দেউলিয়া বিধিতে সংশোধন করে রিলায়্যান্স গোষ্ঠীকে ফায়দা পাইয়ে দেওয়ার অভিযোগে লোকসভায় তাঁর দিকে আঙুল তুলেছেন বিরোধীরা। উল্টো দিকে, পীযূষের নেতৃত্বেই জিএসটি পরিষদের বৈঠকে একগুচ্ছ পণ্যে করের বোঝা কমিয়ে মধ্যবিত্তকে সুরাহা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। মন্ত্রকহীন মন্ত্রী হলেও, জেটলি রাজ্যসভার দলনেতা রয়েছেন। কাজেই মন্ত্রিত্ব ফিরে পাওয়া পর্যন্ত নর্থ ব্লকে না-গেলেও, রাজ্যসভার দলনেতা হিসেবে যে কোনও সময়ে তিনি কাজ শুরু করতে পারেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Arun Jaitley BJP অরুণ জেটলি
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE