Advertisement
২৬ এপ্রিল ২০২৪

সাত মাসের শিশুকে ধর্ষণ, নয়া আইনে মৃত্যুদণ্ড যুবকের

১২ বছরের কোনও নাবালিকাকে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড— গত ডিসেম্বরে মধ্যপ্রদেশেও একই আইন তৈরি হয়েছে। পরে অরুণাচলপ্রদেশে। একই পথে হাঁটতে চাইছে অসমও।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
জয়পুর শেষ আপডেট: ২২ জুলাই ২০১৮ ০৩:৪৯
Share: Save:

সাত মাসের শিশুকে ধর্ষণের দায়ে বছর উনিশের এক যুবককে ফাঁসির আদেশ দিল রাজস্থানের এক আদালত। চলতি বছরের মার্চে ধর্ষণ বিরোধী নয়া আইন গৃহীত হওয়ার পরে রাজ্যে এই প্রথম মৃত্যুদণ্ড। ১২ বছরের কোনও নাবালিকাকে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড— গত ডিসেম্বরে মধ্যপ্রদেশেও একই আইন তৈরি হয়েছে। পরে অরুণাচলপ্রদেশে। একই পথে হাঁটতে চাইছে অসমও।

তাই ১৩টি শুনানি শেষে রাজস্থানের আদালতের এই রায়কে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। পুলিশ সূত্রের খবর, গত ৯ মে মা-বাবার অনুপস্থিতিতে ওলওয়ার জেলার লক্ষণগড়ের বাড়ি থেকে শিশুটিতে তুলে নিয়ে যায় ধর্ষক। বেশ কিছু ক্ষণ খোঁজাখুঁজির পরে দূরের একটা ফুটবল মাঠে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় ওই কন্যাসন্তানকে। ২০ দিন হাসপাতালে থাকার পরে বেঁচে ফেরে নির্যাতিতা। শনিবার মামলার রায় ঘোষণার পরে সরকারি পক্ষের আইনজীবী বলেন, ‘‘ধর্ষণ বিরোধী নয়া আইনে রাজস্থানে এই প্রথম ফাঁসির রায় হল।’’

নয়া আইনে অনূর্ধ্ব-১২ নাবালিকা ধর্ষণে সর্বনিম্ন শাস্তি ১৪ বছরের জেল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rape Arunachal Pradesh ধর্ষণ
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE