Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Arvind Kejriwal

পূর্ণাঙ্গ রাজ্যের দাবিতে ১ মার্চ থেকে ফের অনশনে কেজরীওয়াল

দিল্লিতে ক্ষমতাদখল নিয়ে দীর্ঘদিন ধরেই মোদী সরকারের সঙ্গে টানাপড়েন চলছে রাজ্যের কেজরীওয়ালের।

অরবিন্দ কেজরীওয়াল।—ফাইল চিত্র।

অরবিন্দ কেজরীওয়াল।—ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৯ ২১:০১
Share: Save:

ফের অনশনে বসতে চলেছেন তিনি। জানিয়ে দিলেন অরবিন্দ কেজরীওয়াল। শনিবার দিল্লি বিধানসভার অধিবেশনে হাজির ছিলেন তিনি। সেখানেই এ কথা ঘোষণা করেন দিল্লির মুখ্যমন্ত্রী। তিনি জানান, ভোট দিয়ে আম আদমি পার্টিকে ক্ষমতায় এনেছেন দিল্লিবাসী। কিন্তু তাঁর সরকারের কাজে অযথা হস্তক্ষেপ করে চলেছে কেন্দ্রীয় সরকার। দিল্লিকে পূর্ণাঙ্গ রাজ্যের স্বীকৃতি পাইয়ে দিতে তাই ফের অনশনে বসতে চলেছেন তিনি। আগামী ১ মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য চলবে অনশন।

বিধানসভা থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কেজরীওয়াল বলেন, “দেশের সর্বত্র গণতান্ত্রিক শাসনব্যস্থা প্রযোজ্য। কিন্তু দিল্লিতে গণতন্ত্রের অস্তিত্ব নেই। মানুষ ভোট দিয়ে সরকার গড়েছেন। অথচ সেই সরকারেরহাতে কোনও ক্ষমতাই নেই। আন্দোলন ছাড়া এই পরিস্থতি কাটিয়ে বেরনো অসম্ভব। আন্দোলনে সমর্থন রয়েছে দিল্লিবাসীরও। তাই পূর্ণাঙ্গ রাজ্যের দাবিতে অনশনে বসতে চলেছি আমরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন চলবে।”

পরে নিজের টুইটার হ্যান্ডলে কেজরীওয়াল লেখেন, ‘জীবনে যা পেয়েছি, তার জন্য দিল্লিবাসীর কাছে চিরকাল ঋণী থাকব আমি। পূর্ণাঙ্গ রাজ্যের স্বীকৃতি পাওয়ার অধিকার রয়েছে দিল্লির সাধারণ মানুষের। তাঁদের সেই অধিকার পাইয়ে দেওয়ার দায়িত্ব আমার। তার জন্য চরম মূল্য দিতেও প্রস্তুত আমি। তাঁদের অধিকারের জন্য নিজের জীবন দিতে পারলে গর্ব বোধ করব।’

বিধানসভায় অরবিন্দ কেজরীওয়াল।

আরও পড়ুন: বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে অভিযান কাশ্মীরে, উড়িয়ে নিয়ে যাওয়া হল ১০ হাজার সেনা​

দিল্লিতে ক্ষমতাদখল নিয়ে দীর্ঘদিন ধরেই মোদী সরকারের সঙ্গে টানাপড়েন চলছে রাজ্যের কেজরীওয়ালের। তবে সুপ্রিম কোর্টের তরফে সম্প্রতি দিল্লির দুর্নীতি দমন শাখার (এসিবি)নিয়ন্ত্রণ কেন্দ্রীয় সরকারের হাতে তুলে দেওয়ায়, নতুন করে বিবাদ বেধেছে। সুপ্রিম কোর্টের সেই রায়ের পর থেকেই দিল্লিকে পূর্ণাঙ্গ রাজ্যের স্বীকৃতি দেওয়ার দাবি তুলতে শুরু করেছেন আপ নেতৃত্ব। ১৯৮৭ সালের ২০ ফেব্রুয়ারি অরুণাচলপ্রদেশকে পূর্ণাঙ্গ রাজ্যের স্বাকৃতি দেওয়া হয়। গত বুধবার তার ৩২ বছর পূর্তি ছিল। সেই উপলক্ষে টুইটারে তাদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সেই টুইট চোখে পড়তেই সরাসরি নরেন্দ্র মোদীর উদ্দেশে টুইট করেন অরবিন্দ কেজরীওয়াল। তিনি লেখেন, ‘স্যর দিল্লিও এই দিনটির জন্য অপেক্ষা করছে। দিল্লিবাসীকে পূর্ণাঙ্গ রাজ্যের স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন আপনি। দয়া করে তা পূরণ করুন। গত ৭০ বছর ধরে অবিচার সয়ে আসছেন দিল্লির মানুষ।’

কেজরীওয়ালের টুইট।

আরও পড়ুন: ‘কাশ্মীরের জন্য লড়াই, কাশ্মীরিদের বিরুদ্ধে নয়’, রাজস্থানে বার্তা নরেন্দ্র মোদীর​

বৃহস্পতিবার উত্তর দিল্লির আজাদপুরে লোকসভা নির্বাচনের প্রচারে গিয়েও একই দাবি তোলেন তিনি। জানান, ‘‘আসন্ন লোকসভা নির্বাচনে আম আদমি পার্টি ৭টি আসনেই জয়ী হলে আগামী দুবছরের মধ্যে দিল্লির জন্য পূর্ণাঙ্গ রাজ্যের স্বীকৃতি আদায় করে ছাড়ব। তার দশ বছরের মাথায় দিল্লির সমস্ত মানুষ পাকা বাড়ি পাবেন। এ বারের নির্বাচনে প্রধানমন্ত্রী বাছবেন না দয়া করে। ভেবেচিন্তে ভোট দেবেন, যাতে পূর্ণাঙ্গ রাজ্যের দাবি পূরণ হয়।’’

কেন্দ্রীয় সরকার এবং দিল্লির বিজেপি নেতৃত্বের তরফে যদিও এখনও পর্যন্ত এ ব্যাপারে কোনও মন্তব্য করা হয়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE