Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Indian Institute of Technology

ইঞ্জিনিয়ারিংয়ে প্রায় ৬০০০ আসন খালি, পুরো ভর্তি হয়নি অনেক আইআইটি-ও

প্রযুক্তিবিদ্যায় আইআইটি-র মতো প্রতিষ্ঠান নিঃসন্দেহে বিশ্বমানের। স্বভাবতই প্রতি বছর ভর্তি হওয়ার জন্য এখানে পড়ুয়াদের মধ্যে প্রতিযোগিতা লেগে থাকে। কিন্তু, এ বছর ছবিটা কিছুটা ভিন্ন।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৩ জুলাই ২০১৭ ১৯:৪৫
Share: Save:

ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে ছ’দফায় ভর্তি প্রক্রিয়া। তা-ও সব আসন পূরণ হয়নি। এই ছবি দেশের বহু ইঞ্জিনিয়ারিং কলেজের। সূত্রের খবর, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজ মিলিয়ে এখনও ৫৯১৫টি আসন ফাঁকা রয়েছে। তলার দিকে হলেও এর মধ্যে রয়েছে আইআইটি, এনআইটি, আইআইআইটি-র মতো প্রতিষ্ঠানগুলিও।

প্রযুক্তিবিদ্যায় আইআইটি-র মতো প্রতিষ্ঠান নিঃসন্দেহে বিশ্বমানের। স্বভাবতই প্রতি বছর ভর্তি হওয়ার জন্য এখানে পড়ুয়াদের মধ্যে প্রতিযোগিতা লেগে থাকে। কিন্তু, এ বছর ছবিটা কিছুটা ভিন্ন। ছ’ দফার ভর্তি প্রক্রিয়া শেষ হলেও অনেক আইআইটিতে বেশ কিছু আসন খালি রয়েছে। তালিকায় রয়েছে দিল্লি-বম্বে আইআইটির নাম। একই ছবি ইনদওর, পটনা, গোয়া, জম্মু, জোধপুর আইআইটি-রও। আসন ফাঁকা রয়েছে এনআইটি, আইআইআইটি-তেও।

তবে, কেন এখনও আসন ফাঁকা রয়েছে?

আরও পড়ুন: হাত-পা কাটার হুমকি দিয়ে চিঠি কেরলের লেখককে

এক প্রতিষ্টানের ডিন (প্রবেশিকা) টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, ‘কিছু পড়ুয়ার কাছে শিক্ষা প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ। কারও কাছে আবার মনের মতো বিষয়। দু’ ক্ষেত্রে এক সঙ্গে মিল না হওয়ায় সম্ভবত এখনও কিছু আসন ফাঁকা থেকে গিয়েছে।’ ইতিমধ্যে সপ্তম দফায় ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

দিল্লি আইআইটিতে দুটি এবং বম্বে আইআইটিতে একটি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে আসন খালি রয়েছে। অন্য দিকে, মাদ্রাজ আইআইটিতে খালি রয়েছে কুড়িটি আসন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE