Advertisement
২০ এপ্রিল ২০২৪
Ascetic

ত্রিপুরাসুন্দরী মন্দিরের সিঁড়ি দিয়ে টেনেহিঁচড়ে নামানো হচ্ছে ‘সাধু’কে! ভিডিয়ো ভাইরাল

সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বিষয়টি নিয়ে শুরু হয়েছে শোরগোল।

এ ভাবেই টেনে নিয়ে যাওয়া হচ্ছে ওই ‘সাধু’কে। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

এ ভাবেই টেনে নিয়ে যাওয়া হচ্ছে ওই ‘সাধু’কে। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

সংবাদ সংস্থা
আগরতলা শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০১৯ ১৭:২১
Share: Save:

মধ্যবয়সী এক সাধুর দু’হাত ধরে হিড়হি়ড় করে টেনে নিয়ে যাচ্ছেন দুই যুবক। টানাহেঁচড়ার জেরে সাধুর ধুতি উঠে গিয়েছে হাঁটুর উপর। এ ভাবে সিঁড়ি থেকে তাঁকে টেনে নিয়ে গিয়ে নীচে ফেলে দিলেন ওই দুই যুবক। বৃহস্পতিবার সন্ধ্যায় ত্রিপুরার উদয়পুরের ত্রিপুরাসুন্দরী মন্দিরে এমনটা ঘটেছে বলে জানা গিয়েছে। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বিষয়টি নিয়ে শুরু হয়েছে শোরগোল।

এক জন সাধুকে এ ভাবে বের করে দেওয়ার ঘটনায় উদ্বেগও প্রকাশ করেন অনেকে। ত্রিপুরা সিপিএমের ফেসবুক পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করে লেখা হয়, ‘কী অমানবিক ভয়ঙ্কর দৃশ্য! উদয়পুর মাতাবাড়িতে এক বৃদ্ধকে উপর থেকে সিঁড়ি দিয়ে টেনেহিঁচড়ে নিচে নামানো হচ্ছে। প্রশাসন কোথায়? আমরা কোন রাজত্বে আছি? রাজ্যের ধর্মীয় স্থানে এরকম অমানবিক দৃশ্য আমরা কখনও দেখিনি।’

কিন্তু পরে জানা গিয়েছে, ওই ব্যক্তি মন্দিরের সাধু নন। তিনি সাধু সেজে ওখানে ঢুকে পড়ে বিশৃঙ্খলা করছিলেন। রাধাকিশোরপুর থানার ওসি জানিয়েছেন, সাধু সেজে যাওয়া ওই ব্যক্তির নাম শঙ্করচন্দ্র নাহা। তিনি ত্রিপুরা সরকারের পূর্ত বিভাগের কর্মী। এই ঘটনার পর তাঁকে আটক করা হয়েছে বলেও জানানো হয়েছে পুলিশের তরফে। পুলিশ আরও জানিয়েছে, কিছুদিন আগে সাধু সেজে ত্রিশূল দিয়ে তিনি আক্রমণ করেছিলেন সঞ্জিত দাস নামের এক ব্যক্তিকে।

আরও পড়ুন: কাদায় পড়েছে হাতি! দেখুন গ্রামবাসীদের চেষ্টায় কী ভাবে উদ্ধার পেল সে

আরও পড়ুন: কাকের আক্রমণ থেকে সন্তানকে বাঁচানোর মরিয়া লড়াই ছোট্ট ময়নার, ভাইরাল ভিডিয়ো

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Tripura Temple Viral Video Ascetic
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE