Advertisement
১৮ এপ্রিল ২০২৪

মাফিয়াদের হাতে জখম মেঘালয়ের প্রতিবাদী 

সন্দেহ, কয়লা মাফিয়াদের বিরুদ্ধে লাগাতার অভিযান চালানো এই নেত্রীর উপরে হামলায় জড়িত সেই মাফিয়ারাই। দোষীদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী কনরাড সাংমা।

প্রতিবাদী অ্যাগনেস।

প্রতিবাদী অ্যাগনেস।

নিজস্ব সংবাদদাতা
গুয়াহাটি শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০১৮ ০৩:৪১
Share: Save:

মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া পাহাড়ে দুর্নীতি-বিরোধী আন্দোলনের নেত্রী অ্যাগনেস খারসিঙের উপরে হামলা চালাল দুষ্কৃতীরা। মাথায় গুরুতর আঘাত নিয়ে রাস্তায় পড়েছিলেন অ্যাগনেস। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্দেহ, কয়লা মাফিয়াদের বিরুদ্ধে লাগাতার অভিযান চালানো এই নেত্রীর উপরে হামলায় জড়িত সেই মাফিয়ারাই। দোষীদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী কনরাড সাংমা।

পুলিশ জানায়, জয়ন্তিয়ার কং অং এলাকায় তাঁর গাড়ি থামানো হয়। চালককে তাড়িয়ে দিয়ে অ্যাগনেস ও তাঁর সঙ্গিনীকে মারধর করা হয়। সঙ্গিনীকে জঙ্গলে ছুড়ে ফেলে দেয় দুষ্কৃতীরা। অ্যাগনেসকে রাস্তায় ফেলে রেখে যায় হামলাকারীরা। তাঁর মাথায় গুরুতর চোট রয়েছে। পুলিশের সন্দেহ, এর পিছনে কয়লা মাফিয়ারাই রয়েছে। মেঘালয়ের শিক্ষা বিভাগে কেলেঙ্কারি ও বেআইনি কয়লা উত্তোলনের বিরুদ্ধে লড়াই চালাচ্ছেন অ্যাগনেস। তাঁর জন্যই বেআইনি ভাবে কয়লা তোলা, কয়লা বহন বন্ধ হয়েছে। কয়লাবাহী বেআইনি ট্রাক দেখলে বা তার খবর পেলেই তিনি তা পুলিশকে জানাতেন। কখনও সদলবলে নিজেই চলে যেতেন।

গত কালই শিলংয়ের মাওইয়ং এলাকায় বেআইনি কয়লাবাহী ট্রাক ধরিয়েছিলেন অ্যাগনেস। আজ সে ব্যাপারে খবর নিতে যাওয়ার কথা ছিল তাঁর। বাড়ি থেকে বেরোনোর সময়েই এক ব্যক্তি তাঁর লাইটুমরার বাড়িতে এসে মামলা প্রত্যাহারের বিনিময়ে মোটা টাকার ঘুষের প্রস্তাব দেয়। সেই ‘অফার’ খারিজ করে সঙ্গিনীকে নিয়ে রওনা হন অ্যাগনেস। সাংমা জানান, মারধর করে জঙ্গলে ছুড়ে ফেলার পরে তিনি রাস্তায় উঠে এসে সাহায্যের জন্য চেঁচান। তখনও জঙ্গলেই পড়ে রক্তাক্ত অ্যাগনেস।

সিমেন্ট কারখানার বিরুদ্ধে আন্দোলন চালানো জয়ন্তিয়া ছাত্র ফেডারেশনের সভাপতি পইপিনহান মাজাওকে মার্চে ক্লেরিয়াটের রাস্তায় খুন করা হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Meghalaya মেঘালয় Agnes Kharshiing
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE