Advertisement
১৯ এপ্রিল ২০২৪

গ্রাম দত্তক বাধ্যতামূলক সব কলেজে, গাছ লাগালে তবেই মুকুব বেতন, ঘোষণা শিক্ষামন্ত্রীর

এ বার থেকে রাজ্যের সব কলেজকে একটি করে গ্রাম দত্তক নিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে সমাজের কাছে আরও দায়বদ্ধ করতে এই অভিনব পদক্ষেপ নিলেন শিক্ষামন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।

শিক্ষামন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা

শিক্ষামন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা

নিজস্ব সংবাদদাতা
গুয়াহাটি শেষ আপডেট: ০২ মে ২০১৭ ০৩:১২
Share: Save:

এ বার থেকে রাজ্যের সব কলেজকে একটি করে গ্রাম দত্তক নিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে সমাজের কাছে আরও দায়বদ্ধ করতে এই অভিনব পদক্ষেপ নিলেন শিক্ষামন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।

তিনি এ দিন ঘোষণা করেন, দত্তক নেওয়া গ্রামের পরিচ্ছন্নতা, বয়স্ক শিক্ষা ও অন্যান্য উন্নয়নমুখী কাজ করার জন্য প্রতি বছর প্রতিটি কলেজকে পাঁচ লক্ষ করে টাকা দেওয়া হবে। শুধু তাই নয়, কলেজের শিক্ষকদের পদন্নোতি নির্ভর করবে দত্তক নেওয়া গ্রামের উন্নতির উপরে। গ্রামের উন্নতি না হলে কলেজে নতুন নিয়োগ, সরকারি টাকা আসাও বন্ধ করা হবে। কলেজ অধ্যক্ষদের সঙ্গে হওয়া মূল্যায়ণ বৈঠকে এ কথা জানান শিক্ষামন্ত্রী।

তিনি প্রতিটি কলেজকে ওয়েবসাইট তৈরি করার নির্দেশ দেন। বলেন, প্রতি মাসে গুরুত্বপূর্ণ সাময়িক ঘটনাপ্রবাহ নিয়ে কলেজে আলোচনাসভা বসাতে হবে, কলেজের সব উদ্যোগের ছবি-সহ প্রমাণ শিক্ষামন্ত্রীর দফতরে পাঠাতে হবে।

এ বছর বিনা খরচে উচ্চ মাধ্যমিক ও স্নাতক স্তরে ভর্তি হওয়া চার লক্ষ ছাত্রছাত্রীর জন্য হিমন্তর নির্দেশ, তাঁদের প্রত্যেককে চারা লাগিয়ে অন্তত একটি করে গাছ বড় করে তুলতে হবে। তার ছবিও জমা দিতে হবে। না হলে পরের বছর তাদের বেতন মকুব করা হবে না।

তিনি আরও জানান, সব কলেজে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিভাক বিকাশ আবশ্যিক করা হবে। খেলার মাঠ গড়তে বা তার উন্নয়নের জন্য কলেজগুলিকে ২০ লক্ষ টাকা দেওয়া হবে। পরের বছর মার্চের মধ্যে অধ্যাপক ও অধ্যক্ষদের শূন্যপদ পূরণ করা হবে। কিন্তু কোনও শিক্ষকের প্রাইভেট টিউশন করানো চলবে না। সব কলেজেই প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ছাত্রদের তৈরি করতে পৃথক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Himanta Biswa Sarma College Assam Government
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE