Advertisement
২৩ এপ্রিল ২০২৪
খসড়া এনআরসি

সেনাবাহিনীকে তৈরি থাকার বার্তা অসমের

প্রথম খসড়ায় বেশ কিছু ‘সন্দেহজনক নাগরিক’-এর নাম বাদ পড়বে। এনআরসিতে নাম তোলার জন্য অসমে ৩ কোটি ২৮ লক্ষ মানুষ আবেদন করেছেন।

নিজস্ব সংবাদদাতা
গুয়াহাটি শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৭ ০৩:৪৪
Share: Save:

জাতীয় নাগরিক পঞ্জির (এনআরসি) প্রথম খসড়া প্রকাশকে কেন্দ্র করে গোলমাল হতে পারে, এই আশঙ্কায় অসম সরকার সেনাবাহিনীকে আগাম সতর্ক করে রাখল। সরকারি সূত্রে জানা গিয়েছে, পরিস্থিতি খারাপ হলে যাতে সঙ্গে সঙ্গেই সেনাবাহিনীর সাহায্য পাওয়া যায়, তার জন্যই এই আগাম ব্যবস্থা। এরই পাশাপাশি, রাজ্যে ২২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন স্পর্শ কাতর এলাকায় মোতায়েন করা হচ্ছে। ইতিমধ্যেই রাজ্য ও কেন্দ্রীয় গোয়েন্দাদেরও বিশেষ ভাবে সতর্ক করা হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর প্রথম খসড়াটি প্রকাশ করা হবে।

প্রথম খসড়ায় বেশ কিছু ‘সন্দেহজনক নাগরিক’-এর নাম বাদ পড়বে। এনআরসিতে নাম তোলার জন্য অসমে ৩ কোটি ২৮ লক্ষ মানুষ আবেদন করেছেন। এর মধ্যে দু’কোটি আবেদন যাচাই করে প্রথম খসড়াটি প্রকাশ করা হচ্ছে। বাকি আবেদন যাচাই করা এখনও সম্ভব হয়নি বলে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের কাছে আরও সময় চেয়েছিল। কিন্তু শীর্ষ আদালত জানায়, ৩১ ডিসেম্বরের মধ্যে প্রথম খসড়া প্রকাশ করতে হবে। বাকি আবেদন যাচাই করে পরবর্তী পর্যায়ে দ্বিতীয়, প্রয়োজনে তৃতীয় খসড়া প্রকাশ করা হোক। আপাতত প্রশ্ন, এই দু’কোটি মানুষের মধ্যে কত জনের নাম তালিকায় উঠবে, আর কত জনের নাম বাদ যাবে তা নিয়েই।

যদিও রাজ্য সরকারের তরফে বার বার বলা হচ্ছে, যাঁদের নাম বাদ পড়বে তাঁরা আবার আবেদন করার সুযোগ পাবেন। আজও মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল একই কথা জানিয়েছেন। রাজ্যবাসীর কাছে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য আবেদন জানিয়েছেন তিনি। গত সপ্তাহেই এনআরসিকে ঘিরে রাজ্যের সার্বিক পরিস্থিতি যাচাই করতে গুয়াহাটিতে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব রাজীব গৌবা। মুখ্যমন্ত্রী-সহ তিনি বিভিন্ন মহলের সঙ্গে বৈঠক করেন। নিরাপত্তা ব্যবস্থাও খতিয়ে দেখেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Assam Rifles Assam Government
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE