Advertisement
২৪ এপ্রিল ২০২৪

এই ভূমিকেই চেনাতে ফেরা!

গত রাতে গোয়ায় নীলোৎপলকে মোমবাতির আলোয় স্মরণ করেছেন দেশ-বিদেশের বন্ধুরা। শোকে পাথর তাঁর রুশ বান্ধবী এলিনা। হিমাচলের আদিত্য দীক্ষিত গত ৫ বছর গোয়ায় একই ফ্ল্যাটে থাকতেন। বললেন, ‘‘বারবার নীল বলত, তাঁর অসমই সবার সেরা। এই জন্মভূমিকেই চেনাতে ফিরেছিল ও!’’

মিথ্যা সন্দেহের শিকার নীলোৎপল এবং অভিজিৎ। —নিজস্ব চিত্র।

মিথ্যা সন্দেহের শিকার নীলোৎপল এবং অভিজিৎ। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
গুয়াহাটি শেষ আপডেট: ১২ জুন ২০১৮ ০৩:৫৭
Share: Save:

গোয়া থেকে একা মোটরবাইকে ৫,৩০০ কিলোমিটার পাড়ি দিয়ে জন্মভূমিতে ফিরেছিলেন নীলোৎপল দাস। তাঁর তোলা অসমের পাহাড়-জঙ্গলের ছবি দেখে দেশ-বিদেশের বন্ধুরা অনুরোধ করতেন, আরও বেশি করে উত্তর-পূর্বকে চিনতে চান। ইচ্ছে ছিল স্বভূমিকে চেনাতে বানাবেন তথ্যচিত্র। ভাবতে পারেননি, জন্মভূমিতেই তাঁকে চিৎকার করে চেনাতে হবে তিনি এই মাটির সন্তান! ছেলেধরা নন।

গত রাতে গোয়ায় নীলোৎপলকে মোমবাতির আলোয় স্মরণ করেছেন দেশ-বিদেশের বন্ধুরা। শোকে পাথর তাঁর রুশ বান্ধবী এলিনা। হিমাচলের আদিত্য দীক্ষিত গত ৫ বছর গোয়ায় একই ফ্ল্যাটে থাকতেন। বললেন, ‘‘বারবার নীল বলত, তাঁর অসমই সবার সেরা। এই জন্মভূমিকেই চেনাতে ফিরেছিল ও!’’

অভিজিৎ নাগ ছিলেন পশুপ্রেমী। মাছ, পোষা কুকুররা ছিল সন্তানের মতো। বন্ধুরা জানাচ্ছেন, কুকুর মারা যাওয়ায় খাওয়াদাওয়া বন্ধ হয়েগিয়েছিল অভিজিতের। বড়সড় চেহারা। পোকা মারতেও হাত উঠত না তাঁর। সে রাতে ফিরতে দেরি হওয়ায় বান্ধবী বারবার ফোন করছিলেন। শেষ বার সেই ফোন ধরে অচেনা কণ্ঠ জানিয়ে দেয়, ‘‘তোর বন্ধুকে মেরে ফেলেছি। কাল টিভিতে দেখতে পাবি।’’ নীলোৎপল-অভিজিতের স্মৃতিতে গুয়াহাটির জাজেস ফিল্ডে আজ জুবিন গর্গের নেতৃত্বে শিল্পী ও সহমর্মীরা জড়ো হন। রাজ্যের বিভিন্ন স্থানে চলে প্রার্থনা।

কার্বি আংলংয়ে এই দুই যুবককে পিটিয়ে মারা ঘটনায় আজ আরও ৮ জনকে ধরা হয়েছে। সব মিলিয়ে ধৃতের সংখ্যা ২৪। সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে, আপত্তিকর মন্তব্য করে গ্রেফতার হয়েছে ১৪ জন। কার্বিদের হুমকি দিয়ে দেওয়ায় আটক করা হয়েছে ১৩ জনকে। এর মধ্যেও সোনারিতে ছেলেধরা সন্দেহে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে মারধর করা হয়। কৃষক নেতা অখিল গগৈয়ের দাবি, নাগরিকত্ব আইন সংশোধনী এবং এনআরসি থেকে নজর ঘোরাতে আরএসএস এবং বিজেপির নেতৃত্বেই গুজব ছড়ানো চলছে। নাগাল্যান্ডে উত্তেজনা ছড়িয়েছে একটি ভিডিয়ো। ব্রাজিলের এক ভিডিয়োকে বিকৃত করে দাবি করা হয়েছে, নাগা মেয়েকে রাজস্থানে হত্যা করা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE