Advertisement
২০ এপ্রিল ২০২৪

মোদীর ‘দ্বিচারিতা’ নিয়ে মুখর কংগ্রেস

গোটা দেশে মাওবাদীদের আত্মসমর্পণের ঘটনা বেড়েছে। কমেছে হামলার ঘটনাও। কিন্তু ছত্তীসগঢ়ের অবস্থা যে কে সেই।

মোদীর বিরুদ্ধে তীব্র আক্রমণে ঝাঁপাল কংগ্রেস। —ফাইল চিত্র।

মোদীর বিরুদ্ধে তীব্র আক্রমণে ঝাঁপাল কংগ্রেস। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১০ নভেম্বর ২০১৮ ০৪:২৪
Share: Save:

ছত্তীসগঢ়ে প্রচারে গিয়ে মাওবাদীদের সঙ্গে কংগ্রেসের যোগসাজশের অভিযোগ তুলেছেন নরেন্দ্র মোদী। মাওবাদীদের ‘দানব’ আখ্যা দিয়ে বলেছেন, ওঁদের মগজ ‘শয়তানিতে ঠাসা’। ভোটের সভায় এ সব বলে আসার পরই মোদীর বিরুদ্ধে তীব্র আক্রমণে ঝাঁপাল কংগ্রেস। পরের পর টুইটে মোদীর ‘দ্বিচারিতা’ ও ‘মিথ্যাচার’-এর বিভিন্ন নমুনা তুলে ধরলেন কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা।

গোটা দেশে মাওবাদীদের আত্মসমর্পণের ঘটনা বেড়েছে। কমেছে হামলার ঘটনাও। কিন্তু ছত্তীসগঢ়ের অবস্থা যে কে সেই। ভোটের মুখে বিজেপি শাসিত এই রাজ্যে ২৭ থেকে ৩১ অক্টোবরের মধ্যে তিনটি মাওবাদী হামলায় এক সাংবাদিক ও ৬ জন জওয়ান মারা গিয়েছেন। কিন্তু মাওবাদী মোকাবিলায় এই রাজ্যকে মোদী সরকার দিয়েছে মাত্র ৫৩ কোটি টাকা। একই খাতে আর এক বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ পেয়েছে ৩৪৯ কোটি টাকা! যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের খতিয়ান বলছে, উত্তরপ্রদেশের একটি জেলাও মাওবাদী কবলিত নয়। বিরোধীরা বলছেন, লোকসভা ভোটে মোদীর ভাগ্য অনেকটাই নির্ভর করছে উত্তরপ্রদেশের উপরে। তাই যোগী-রাজ্যে উপুড়হস্ত মোদী। সুরজেওয়ালা এ সংক্রান্ত একটি খবর উদ্ধৃত করে টুইট করেছেন, ‘‘ছত্তীসগঢ়ের জন্য সামান্য ৫৩ কোটি টাকা বরাদ্দেই স্পষ্ট, আপনি কতটা অসৎ এবং কতটা অসার আপনার দাবি। আপনি কতটা অযোগ্য, এটা তারও প্রমাণ।’’

এটি ছিল সুরজেওয়ালার পাঁচ দফা টুইটের শেষটি। প্রথম টুইটে মোদীকে তিনি লেখেন, ‘‘নোটবন্দির পরে দাবি করেছিলেন, নকশাল শেষ হবে দেশ থেকে। হয়নি। এখন ভোটে ছত্তীসগঢ় ও মধ্যপ্রদেশ খোয়াবেন বুঝতে পেরে হতাশ হয়ে ব্যর্থতা ঢাকতে চাইছেন নকশাল দমনের কথা বলে।’’ মোদীকে মনে করাচ্ছেন, নোটবন্দির পর থেকে ২০১৮-র ফেব্রুয়ারির মধ্যে দেশে মোট ১০৩০টি মাওবাদী হামলা বা সংঘর্ষ হয়েছে। নিহত হয়েছেন ১১৪ জন জওয়ান। মোদী ও রমন সিংহই এক সময়ে মাওবাদীদের ‘নিজেদের লোক’, ‘ভূমিপুত্র’ বলেছেন। ‘‘এখন কি সে সব কথা মনে করতে পারেন,’’ প্রশ্ন সুরজেওয়ালার। মাওবাদীদের সঙ্গে কংগ্রেসের যোগসাজশের অভিযোগের যে সারবত্তা নেই, তা বোঝাতে মোদীকে তাঁর প্রশ্ন, ‘‘আপনার কি মনে আছে, এ রাজ্যে বিজেপি জমানায় মাওবাদী হানায় ২৫ জন নেতাকে হারিয়েছে কংগ্রেস?’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE