Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Assembly Election 2018

লাইভ: উত্তর-পূর্বের শেষ দুর্গও কি আজ কংগ্রেসের হাতছাড়া? মিজোরামে নজর গোটা দেশের

টানা ১০ বছর মিজোরামে ক্ষমতায় রয়েছে কংগ্রেস। মুখ্যমন্ত্রী লাল থানহাওলাকে সামনে রেখেই এ বারও নির্বাচনী লড়াইয়ে নেমেছে রাহুল গাঁধীর দল। কিন্তু উত্তর-পূর্ব ভারতের বাকি সবক’টি রাজ্যের দখল নিয়ে নিয়েছে বিজেপি এবং তার জোটসঙ্গীরা।

শেষ দুর্গটা টিকিয়ে রাখতে পারবেন লাল থানহাওলা?

শেষ দুর্গটা টিকিয়ে রাখতে পারবেন লাল থানহাওলা?

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০১৮ ০০:১০
Share: Save:

উত্তর-পূর্বের একমাত্র রাজ্য, যেখানে এখনও টিকে ছিল কংগ্রেসের সরকার। শেষ দুর্গটা টিকিয়ে রাখতে পারবেন লাল থানহাওলা? নাকি বিজেপি নেতৃত্বাধীন জোট ‘নেডা’ নিরঙ্কুশ দখল নিয়ে নেবে গোটা উত্তর-পূর্ব ভারতের? মিজোরাম বিধানসভা নির্বাচনের ফলাফলের উপরেই নির্ভর করছে এই প্রশ্নের উত্তর। অতএব মাত্র ৪০ আসনের বিধানসভার দিকে বিশেষ নজর থাকছে জাতীয় রাজনীতির অনেক রথী-মহারথীর।

টানা ১০ বছর মিজোরামে ক্ষমতায় রয়েছে কংগ্রেস। মুখ্যমন্ত্রী লাল থানহাওলাকে সামনে রেখেই এ বারও নির্বাচনী লড়াইয়ে নেমেছে রাহুল গাঁধীর দল। কিন্তু উত্তর-পূর্ব ভারতের বাকি সবক’টি রাজ্যের দখল নিয়ে নিয়েছে বিজেপি এবং তার জোটসঙ্গীরা। এ বার তাই মিজোরাম দখলে নিতেও জোরকদমে মাঠে নেমেছিল ‘নেডা’।

বিজেপির নিজস্ব শক্তি মিজোরামে খুব উল্লেখযোগ্য নয়। কিন্তু ২০০৩ থেকে ২০১৩ পর্যন্ত টানা ১০ বছর মিজোরামে সরকার চালানো দল এমএনএফ এ বার বিজেপির বড় ভরসা কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে।

মিজোরামের প্রাক্তন কংগ্রেস সাংসদ তথা বর্তমানে জোরাম ন্যাশনালিস্ট পার্টির প্রধান লালডুহোমা-ও এ বারের নির্বাচনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মিজোরামে। তাঁর নেতৃত্বাধীন জোট এ বার মিজোরাম বিধানসভায় ১০-এর আশেপাশে আসন পেতে পারে বলে কোনও কোনও জনমত সমীক্ষার ইঙ্গিত। সে ক্ষেত্রে ত্রিশঙ্কু হতে পারে বিধানসভার চেহারা। লালডুহোমা-ই হয়ে উঠতে পারেন কিং-মেকার।

আরও পড়ুন: বিজেপির সমর্থন প্রস্তাব উড়িয়ে দিল টিআরএস

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE