Advertisement
১৬ এপ্রিল ২০২৪
National News

রাফাল নিয়ে ১৫ মিনিট বিতর্ক করুন! একটি প্রশ্নেরও উত্তর দিতে পারবেন না মোদী, বললেন রাহুল

কংগ্রেস সভাপতি বলেন, ‘‘১৫ মিনিটের জন্য যে আমার সঙ্গে বিতর্কে অংশ নিন মোদী। আমি নিশ্চিত, মোদীজি একটি প্রশ্নেরও উত্তর দিতে পারবেন না।’’

রাহুল গাঁধী ও নরেন্দ্র মোদী। —ফাইল ছবি

রাহুল গাঁধী ও নরেন্দ্র মোদী। —ফাইল ছবি

সংবাদ সংস্থা
রায়পুর শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০১৮ ১৩:৩০
Share: Save:

ছত্তীসগঢ়ের অম্বিকাপুরে নির্বাচনী প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গাঁধী পরিবারের বাইরের কাউকে সভাপতি করার চ্যালেঞ্জ ছুড়েছিলেন কংগ্রেসকে। তার ২৪ ঘণ্টার মধ্যে সেই অম্বিকাপুরেই রাফাল ও সিবিআই ইস্যুতে মোদীকে বিতর্কের আহ্বান জানিয়ে পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন রাহুল গাঁধী। কংগ্রেস সভাপতি বলেন, ‘‘যে কোনও জায়গায়, যে কোনও সময় রাফাল নিয়ে আমার সঙ্গে মোদীজি রাফাল নিয়ে বিতর্কে অংশ নিন। আমার একটি প্রশ্নের উত্তরও দিতে পারবেন না প্রধানমন্ত্রী।’’

মাঝে আর এক দিন। ২০ নভেম্বর ছত্তীসগঢ়ে দ্বিতীয় তথা শেষ দফার ভোটগ্রহণ। শুক্রবার অম্বিকাপুরে নির্বাচনী জনসভা করেন নরেন্দ্র মোদী। সেখানে তিনি বলেন, ‘‘অন্তত পাঁচ বছরের জন্য গাঁধী পরিবারের বাইরের কাউকে সভাপতি করে দেখাক কংগ্রেস। তাহলেই বুঝব, জওহরলাল নেহরু সঠিক গণতান্ত্রিক কাঠামো তৈরি করেছেন।’’

পরের দিন শনিবার সেই অম্বিকাপুরেই নির্বাচনী জনসভায় যোগ দেন রাহুল গাঁধী। কংগ্রেস সভাপতি বলেন, ‘‘১৫ মিনিটের জন্য যে আমার সঙ্গে বিতর্কে অংশ নিন মোদী। আমি অনিল অম্বানী, হ্যাল এবং প্রাক্তন ফরাসি প্রেসিডেন্টের মন্তব্য নিয়ে প্রশ্ন করব। প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামন যে বলেছেন প্রধানমন্ত্রীই চুক্তি করেছেন এবং নিয়ম ভঙ্গ করেছেন—সেই প্রসঙ্গ তুলব। রাত দু’টোয় সিবিআই ডিরেক্টরকে সরিয়ে দেওয়া হল কেন, জানতে চাইব সেটাও। আমি নিশ্চিত, মোদীজি একটি প্রশ্নেরও উত্তর দিতে পারবেন না।’’

আরও পড়ুন: অমৃতসরে ধর্মীয় অনুষ্ঠানে গুলি-গ্রেনেড, বেশ কয়েকজনের হতাহতের আশঙ্কা

নোটবন্দি, পিএনবি কেলেঙ্কারি, রাফাল প্রসঙ্গ জুড়ে দিয়ে ছত্তীসগঢ়ের কৃষকদের ঋণ মকুবের ঘোষণাও করেছেন রাহুল। নিজেই প্রশ্ন তুলে নিজেই উত্তর দিয়ে কংগ্রেস সভাপতি বলেন, ‘‘বিজেপি প্রশ্ন তুলতে পারে, ঋণ মকুবের টাকা কোথা থেকে আসবে। দশ দিন অপেক্ষা করুন মোদীজি। ছত্তীসগঢ়ে ক্ষমতায় এসেই বিজয় মাল্য, নীরব মোদী, অনিল অম্বানীর কাছ থেকে টাকা আদায় করে সেই টাকা দিয়ে কৃষকদের ঋণ মকুব করব।’’

আরও পড়ুন: আমেরিকায় নাবালক আততায়ীর গুলিতে হত ভারতীয়

একই সঙ্গে রাহুলের কটাক্ষ, ‘‘২০১৬ সালে নোটবন্দি করে সাধারণ মানুষকে লাইনে দাঁড় করিয়েছেন মোদী। আর কোটিপতিদের সাড়ে তিন লাখ কোটি টাকা মকুব করে দিয়েছেন। বিজয় মাল্য ১০ হাজার কোটি, নীরব মোদী ও মেহুল চোকসি দেশের ৩৫ হাজার কোটি টাকা নিয়ে পালিয়ে গিয়েছেন।’’

(ভারতের রাজনীতি, ভারতের অর্থনীতি- সব গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের দেশ বিভাগে ক্লিক করুন।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE