Advertisement
১৬ এপ্রিল ২০২৪
National news

ছত্তীসগঢ়ে অজিত জোগী-সহ হেভিওয়েটদের ভাগ্য নির্ধারণ আজ

ভোট দিতে পারবেন দেড় কোটিরও বেশি মানুষ।দিল্লি দখলের সেমিফাইনালে এই দ্বিতীয় দফাই মূলত বেশিরভাগ হাই প্রোফাইল নেতাদের ভাগ্য নির্ধারণ পর্ব।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
রায়পুর শেষ আপডেট: ২০ নভেম্বর ২০১৮ ১২:০৭
Share: Save:

কড়া নিরাপত্তার ঘেরাটোপে মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হয়ে গিয়েছে ছত্তীসগঢ়ের দ্বিতীয় দফা ভোটগ্রহণ। ১৯টি জেলা জুড়ে মোট ৭২টি আসনে ভোট হবে আজ। ভোট দিতে পারবেন দেড় কোটিরও বেশি মানুষ।দিল্লি দখলের সেমিফাইনালে এই দ্বিতীয় দফাই মূলত বেশিরভাগ হাই প্রোফাইল নেতাদের ভাগ্য নির্ধারণ পর্ব।

ছত্তীসগঢ়ে মোট ৯০টি আসন। তার মধ্যে মাওবাদী অধ্যুষিত ১৮টি আসনে প্রথম দফা ভোট নেওয়া হয়ে গিয়েছে। বাকি ৭২টি আসনেই এ দিন ভোট। ভোট হবে রায়পুর, বিলাসপুর, ভিলাইয়ের মতো গুরুত্বপূর্ণ শহরে।তবে গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে রয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অজিত জোগী, তাঁর স্ত্রী রেণু জোগী, পুত্রবধূ রিচা জোগী। প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেশ বাঘেল, বিরোধী দলনেতা ত্রিভুবনেশ্বর শরণ সিংহদেও। বিজেপির মনোনীত প্রার্থীরা হলেন ব্রিজমোহন অগ্রবাল, রাজেশ মুনাত এবং রাজ্য বিজেপির সভাপতি ধর্মলাল কৌশিক।

যতজন ভোটপ্রার্থী ভোটে দাঁড়িয়েছেন, তাঁদের মধ্যে ১৩০ জন প্রার্থীর বিরুদ্ধে রয়েছে ফৌজদারি অভিযোগ। তার মধ্যে আবার ৯০ জনের বিরুদ্ধে অভিযোগ গুরুতর। কোটিপতি প্রার্থীর সংখ্যা ২৩৯ জন। ছত্তীসগঢ়ে সবচেয়ে ধনী প্রার্থী অম্বিকাপুর কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ত্রিভুবনেশ্বর শরণ সিংহদেও। তাঁর সম্পত্তির পরিমাণ ৫০০ কোটি টাকা। সবচেয়ে গরিব রায়পুর সিটি সাউথের নির্দল প্রার্থী রুবিনা অঞ্জুম। তাঁর সম্পত্তির ১০৪ টাকা।

আরও পড়ুন: শুধু কি মায়া! পরীক্ষা গুরুর কর্মভূমিতে

এখনও পর্যন্ত ভোটে গন্ডগোলের কোনও খবর নেই। গন্ডগোল এড়াতে ১ লক্ষেরও বেশি নিরাপত্তাবাহিনী মোতায়েন করা হয়েছে।বাড়তি নজর রয়েছে গাড়িয়াবান্ধ, ধামতারি, কবীরধাম-সহ বেশ কিছু এলাকায় যেখানে কিছু মাওবাদী প্রভাব রযেছে, সারাক্ষণ টহল দিয়ে চলেছে হেলিকপ্টার, ড্রোন।

আরও পড়ুন: মোদীর মন্ত্রী ‘কয়েক কোটি টাকা’ ঘুষ নিয়েছেন, সুপ্রিম কোর্টে বিস্ফোরক সিবিআই কর্তা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE