Advertisement
২০ এপ্রিল ২০২৪
Former PM

আরও সঙ্কটজনক বাজপেয়ী, মেডিক্যাল বুলেটিন সাড়ে পাঁচটায়

চিকিত্সক আরতি ভিজ সংবাদমাধ্যমে বলেন, “গত ৯ সপ্তাহ ধরে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী হাসপাতালে ভর্তি রয়েছেন। দুর্ভাগ্যজনক ভাবে গত ২৪ ঘণ্টায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। অবস্থা সঙ্কটজনক। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।”

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৫ অগস্ট ২০১৮ ২৩:০০
Share: Save:

প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর শারীরিক অবস্থা আরও সঙ্কটজনক হয়ে উঠেছে। আর কিছু ক্ষণের মধ্যেই এইমস কর্তৃপক্ষ বাজপেয়ীর শারীরিক পরিস্থিতি নিয়ে মেডিক্যাল বুলেটিন প্রকাশ করবেন। কিছু ক্ষণ আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এইমস-এ গিয়েছিলেন। এইমস সূত্রে খবর, চিকিৎসকদের সঙ্গে তাঁর কথা হয়েছে। কিছু সময়ের মধ্যেই তাঁকে বেরিয়ে আসতে দেখা যায়। ইতিমধ্যে দেশের তাবড় রাজনৈতিক নেতারা বাজপেয়ীকে দেখে এসেছেন।

বৃহস্পতিবার সকাল ১১টায় জারি করা এক বিবৃতিতে এইমস জানিয়েছে, বাজপেয়ীর অবস্থা একই রকম সঙ্কটজনক। তাঁকে জীবনদায়ী ব্যবস্থায় রাখা হয়েছে।

বাজপেয়ীর শারীরিক পরিস্থিতির অবনতির খবর পেয়ে আজ সকাল থেকেই সারা দেশের বিভিন্ন রাজনৈতিক নেতারা দিল্লিতে যান। এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও দিল্লি যাওয়ার কথা। এ দিন সকালে প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেখতে যান উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডু, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ, বিজেপি সভাপতি অমিত শাহ, লালকৃষ্ণ আডবাণী, শাহনওয়াজ হুসেন প্রমুখ। এইমসের সামনে ভিড় বাড়ছে সাধারণ মানুষের। কড়া নিরাপত্তা জারি করা হয়েছে।

বুধবার রাতে চিকিত্সক আরতি ভিজ সংবাদমাধ্যমে বলেন, “গত ৯ সপ্তাহ ধরে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী হাসপাতালে ভর্তি রয়েছেন। দুর্ভাগ্যজনক ভাবে গত ২৪ ঘণ্টায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। অবস্থা সঙ্কটজনক। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।”

বাজপেয়ীর শারীরিক অবস্থা সম্পর্কে মেডিক্যাল বুলেটিন।

বাজপেয়ীর শারীরিক অবস্থার অবনতির খবর পেয়েই বুধবার সন্ধ্যায় হাসপাতালে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাজপেয়ীর শারীরিক পরিস্থিতির খোঁজখবর নেন তিনি। হাসপাতালে প্রায় ৫০ মিনিট মতো সময় কাটান মোদী।

এইমস-এর ডিরেক্টর চিকিত্সক রণদীপ গুলেরিয়ার তত্ত্বাবধানে বাজপেয়ীর চিকিত্সা চলছে। নেফ্রোলজি, কার্ডিওলজি, গ্যাস্ট্রোএনটেরোলজি এবং পালমোনোলজি বিভাগের চিকিত্সকদের নিয়ে গঠিত একটি মেডিক্যাল টিম তাঁর শারীরিক অবস্থার সর্বক্ষণ নজর রাখছে।

মোদী ছাড়াও বাজপেয়ীকে দেখতে যান কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল, হর্ষ বর্ধন এবং বিজেপি সাংসদ মীনাক্ষি লেখি। গিয়েছিলেন স্মৃতি ইরানিও। কিডনি, মূত্রনালী এবং বুকে সংক্রমণের জন্য গত ১১ জুন এইমস-এ ভর্তি হন বাজপেয়ী। হাসপাতাল সূত্রে সে দিন জানানো হয়েছিল, রুটিন চেক আপের জন্যই প্রাক্তন প্রধানমন্ত্রীকে ভর্তি করানো হয়েছে। বাজপেয়ীর ভর্তি হওয়ার খবর পেয়েই সে দিন সন্ধ্যায় এইমস-এ দেখতে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। হাসপাতালে গিয়ে তাঁকে দেখে আসেন বিজেপি সভাপতি অমিত শাহ।

বুধবার সন্ধ্যায় বাজপেয়ীকে দেখতে যান মোদী।

দীর্ঘ দিন ধরেই বাজপেয়ীর একটি কিডনি অচল। ২০০৯ সালে স্ট্রোক হওয়ার পর থেকে তাঁর স্মৃতিশক্তিও অনেকটাই লোপ পায়।

১৯৯৬, ১৯৯৮, ১৯৯৯। তিনবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন অটলবিহারী বাজপেয়ী। প্রথম দফায় তেরো দিন, দ্বিতীয় দফায় তেরো মাস আর তৃতীয় দফায় পূর্ণ সময়ের জন্য প্রধানমন্ত্রী হিসেবে দেশের দায়িত্বভার সামলেছেন তিনি।

আরও পড়ুন: পরের ১৫ অগস্ট এ দেশ তার থাকবে তো? দুরুদুরু বুকেই পতাকা তুলল সেই হায়দর

কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাত থেকে মণিপুর - দেশের সব রাজ্যের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের দেশ বিভাগে ক্লিক করুন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE