Advertisement
২০ এপ্রিল ২০২৪

‘স্ত্রীকে খুন করব’, মঞ্জুর ছুটির আর্জি

কাজের চাপে ছুটি পেতেন না তিনি। বাড়িতে কিডনির অসুখে আক্রান্ত স্ত্রীকে দেখার কেউ নেই। বাধ্য হয়েই স্ত্রীকে ‘খুন করার’ অনুমতি চেয়ে চিঠি লিখলেন ব্যাঙ্ক ম্যানেজার। ‘দাহ-সংস্কার’ শেষ করে ফের কাজে যোগ দেবেন বলেও জানালেন তিনি। চিঠির কপি পাঠালেন দেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে। তৎক্ষণাৎ মঞ্জুর ছুটি।

দিবাকর রায় 
পটনা শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০১৯ ০২:২৬
Share: Save:

কাজের চাপে ছুটি পেতেন না তিনি। বাড়িতে কিডনির অসুখে আক্রান্ত স্ত্রীকে দেখার কেউ নেই। বাধ্য হয়েই স্ত্রীকে ‘খুন করার’ অনুমতি চেয়ে চিঠি লিখলেন ব্যাঙ্ক ম্যানেজার। ‘দাহ-সংস্কার’ শেষ করে ফের কাজে যোগ দেবেন বলেও জানালেন তিনি। চিঠির কপি পাঠালেন দেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে। তৎক্ষণাৎ মঞ্জুর ছুটি।

বিহারের বক্সার জেলায় দক্ষিণ বিহার গ্রামীণ ব্যাঙ্কের বকসড়া শাখার ম্যানেজার মুন্না প্রসাদ। মুন্না প্রসাদ জানিয়েছেন, এর আগে বার বার ব্যাঙ্কের প্রধান কার্যালয়ে ছুটির জন্য আবেদন করেছেন তিনি। স্ত্রীর অবস্থা দিনের পর দিন খারাপ হলেও চিকিৎসার জন্য তাঁকে ছুটি দেওয়া হচ্ছিল না। এমনকি প্রতিদিন ব্যাঙ্কে হাজির হতে নির্দেশ দেওয়া হচ্ছিল। তাতেই মানসিক ভাবে অবসাদগ্রস্থ হয়ে পড়েন তিনি।

শেষ পর্যন্ত গত ১৯ জানুয়ারির আবেদনপত্রে স্ত্রীকে খুন করে দাহ-সংস্কারের জন্যে দু’দিনের ছু’টির আবেদন করেন। চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে ছুটি মঞ্জুর করেন কর্তৃপক্ষ। এরপরেই ছুটিতে গিয়েছেন মুন্না প্রসাদ। শীঘ্রই কাজে যোগ দেবেন বলেও জানিয়েছেন তিনি।

তবে মুন্না প্রসাদের আবেদনের জেরে ব্যাঙ্ক জুড়ে হই হই শুরু হয়েছে। দ্রুত ছুটি মঞ্জুর করে মুন্না প্রসাদকে বাড়ি পাঠিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। মুন্না প্রসাদের আবেদনে চাপের মুখে ব্যাঙ্ককর্তারা। যদিও তাঁদের বক্তব্য, চাপ তৈরি করে ছুটি নিতে চেয়েছেন ম্যানেজার। মুন্নার অভিযোগও মানতে চাননি ব্যাঙ্কের সংশ্লিষ্ট জোনাল ম্যানেজার যোগেন্দ্রনাথ সিংহ। তিনি বলেন, ‘‘মুন্না প্রসাদ যখনই ছুটির আবেদন করেছেন তা মঞ্জুর করা হয়েছে। এ বারেও তাই হয়েছে। তবে চিঠিতে তিনি এমন কেন লিখলেন তা জানি না। পারিবারিক পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি যদি ট্রান্সফার চান তাহলে তা বিচার করা হবে।’’

যদিও ব্যাঙ্কেরই এক সূত্র স্বীকার করেছেন, এমনিতেই কর্মী সংখ্যা কম। তার উপরে ধান কেনার মরসুমে চাপ থাকে। সে কারণে কয়েক মাস ধরেই ব্যাঙ্কে অলিখিত ছুটি না নেওয়ার নিয়ম চালু করা হয়েছিল। তার জেরে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছিলেন শাখার কর্মীরা। আর তাতেই ক্ষুব্ধ হয়ে এমন কাণ্ড ঘটিয়েছেন মুন্নাবাবু।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bank Employee Leave Application
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE