Advertisement
২৫ এপ্রিল ২০২৪

বরাক বিচিত্রা

৪ অক্টোবর: অসম বন কর্মচারী সংস্থার বরাক উপত্যকা আঞ্চলিক কমিটির দ্বিবার্ষিক সভা, শিয়ালটেক বিট অফিস, সকাল ৯টা। বিষ্ণুপ্রিয়া মণিপুরি চার সংগঠনের যৌথ অধিবেশন উপলক্ষে প্রকাশ্য সভা, জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহ, সকাল ১১টা।

শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০১৫ ০২:৪২
Share: Save:

কাছাড়

৪ অক্টোবর: অসম বন কর্মচারী সংস্থার বরাক উপত্যকা আঞ্চলিক কমিটির দ্বিবার্ষিক সভা, শিয়ালটেক বিট অফিস, সকাল ৯টা। বিষ্ণুপ্রিয়া মণিপুরি চার সংগঠনের যৌথ অধিবেশন উপলক্ষে প্রকাশ্য সভা, জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহ, সকাল ১১টা। বরাক উপত্যকা পাটনি পরিষদের কার্যকরী কমিটির সভা, বি আর অম্বেদকর স্মৃতি গ্রন্থাগার, সকাল ১১টা। সীমা বিশ্বাসের একক অভিনয়ে হিন্দিতে কবিগুরুর ‘স্ত্রীর পত্র’, রাজীব ভবন, সন্ধ্যা ৬টা। চোখের ছানি শনাক্তকরণ শিবির, কালাইন আদর্শ বিদ্যাপীঠ, সকাল ১০টা। হৃদরোগ ও ডায়াবেটিস চিকিত্সা শিবির, লায়ন্স ক্লাব, সকাল ১০টা। আসাম বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ফুটবল লিগে খেলবে গুরুচরণ কলেজ ও রাধামাধব কলেজ, আসাম বিশ্ববিদ্যালয় মাঠ, বিকেল সাড়ে ৩টা। মেজেন্টা ইয়ং ক্লাব নকআউট ফুটবলের ফাইনালে খেলবে ভাটগ্রাম-এ ফুটবল দল ও বিহাড়া নুনছড়ি ফুটবল দল, কাটিগড়ার মেজেন্টা বাগান ফুটবল মাঠ। ৫ অক্টোবর: বাম দলগুলির ডাকে সাম্প্রদায়িকতা বিরোধী সভা, ক্ষুদিরাম মূর্তির পাদদেশ, বিকেল সাড়ে ৩টা। হোলিক্রশ স্কুলের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান, স্কুল অডিটোরিয়াম, সকাল ১০টা। ব্যাডমিন্টনের শীতকালীন প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন, ইন্ডিয়া ক্লাবের ইন্ডোর স্টেডিয়াম, বিকেল সাড়ে ৩টা। আসাম বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ফুটবল লিগে খেলবে গুরুচরণ কলেজ ও কাছাড় কলেজ, আসাম বিশ্ববিদ্যালয় মাঠ, বিকেল সাড়ে ৩টা। ৮ অক্টোবর: প্রতিবন্ধী শনাক্তকরণ ও সহায়ক সামগ্রী বণ্টন শিবির, পালংঘাট ব্লক কার্যালয়। হোলিক্রশ স্কুলের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, রাজীব ভবন, বিকেল সাড়ে ৩টা।

করিমগঞ্জ

৪ অক্টোবর: হাজি নিজামউদ্দিন চৌধুরী ফুটবলের ফাইনালে খেলবে বদরপুর একাদশ ও পাঁচগ্রাম জুনিয়র একাদশ, ধলেশ্বর ইনটেক মাঠ। ৫ অক্টোবর: শিউদাস গোয়ালা ও বিকুলরঞ্জন বিশ্বাস স্মৃতি ফুটবলের উদ্বোধনী ম্যাচে খেলবে রাতাবাড়ি সরকারি বাড়ি রুরাল সোসাইটি ও শঙ্গাবাড়ি ফুটবল দল, চাঁদখিরা মাঠ।

হাইলাকান্দি

৪ অক্টোবর: শিক্ষাসারথি, শিক্ষাকর্মী ও কমিউনিটি ভলান্টিয়ার শিক্ষক-শিক্ষিকাদের জেলা কমিটির সভা, আদর্শ বিদ্যানিকেতন, সকাল ১১টা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

barak news
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE