Advertisement
২৫ এপ্রিল ২০২৪

নেই বাংলার কোনও প্রকল্প

প্রধানমন্ত্রী পাঁচ বছরে ১০০ লক্ষ কোটি টাকার পরিকাঠামো প্রকল্পের কথা ঘোষণার পরে, তার জন্য আর্থিক বিষয়ক সচিবের নেতৃত্বে একটি টাস্ক ফোর্স তৈরি হয়।

ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২০ ০২:২০
Share: Save:

আগামী পাঁচ বছরে ১০২ লক্ষ কোটি টাকার পরিকাঠামো প্রকল্প চূড়ান্ত হলেও তার মধ্যে পশ্চিমবঙ্গের কোনও প্রকল্প নেই। বড় রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের পাশাপাশি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজের রাজ্য গুজরাত, রাজস্থান, বিহারের কোনও প্রকল্পেরও তথ্য নেই। মন্ত্রক জানিয়েছে, ওই রাজ্যগুলি থেকে এখনও তথ্য মেলেনি।

প্রধানমন্ত্রী পাঁচ বছরে ১০০ লক্ষ কোটি টাকার পরিকাঠামো প্রকল্পের কথা ঘোষণার পরে, তার জন্য আর্থিক বিষয়ক সচিবের নেতৃত্বে একটি টাস্ক ফোর্স তৈরি হয়। আজ জাতীয় পরিকাঠামো পরিকল্পনার রূপরেখা প্রকাশ করে অর্থ মন্ত্রক জানিয়েছে, এর মধ্যে ১৮টি রাজ্যের প্রকল্প রয়েছে। তবে কোনও রাজ্যকে বাদ দেওয়া হচ্ছে না। সব রাজ্য এখনও তথ্য দিয়ে উঠতে পারেনি। মূলত ১০০ কোটি টাকার বেশি প্রকল্প এবং যাতে কর্মসংস্থান, বাজারের চাহিদা বাড়বে, সেগুলিকেই চিহ্নিত করা হয়েছে। আগামী দু’সপ্তাহে আরও ৩ লক্ষ কোটি টাকার প্রকল্প চূড়ান্ত হবে। তার মধ্যে ওই সব রাজ্যের প্রকল্প যোগ হবে।

আরও পড়ুন: কনস্টেবলকে জুতোপেটা উত্তরপ্রদেশের বিধায়কের!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bengal Nabanna
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE