Advertisement
১৯ এপ্রিল ২০২৪

মাওবাদী যোগ নিয়ে তদন্ত হোক: দিগ্বিজয়

মাওবাদী সংগঠনের সঙ্গে তাঁর যোগাযোগের অভিযোগ ওঠায় দিগ্বিজয় সিংহ ঘোষণা করলেন, যে কোনও তদন্তের মুখোমুখি হতে তিনি প্রস্তুত।

দিগ্বিজয় সিংহ

দিগ্বিজয় সিংহ

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২০ নভেম্বর ২০১৮ ০৩:৫৮
Share: Save:

মাওবাদী সংগঠনের সঙ্গে তাঁর যোগাযোগের অভিযোগ ওঠায় দিগ্বিজয় সিংহ ঘোষণা করলেন, যে কোনও তদন্তের মুখোমুখি হতে তিনি প্রস্তুত।

মাওবাদীদের একটি চিঠিতে মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা দিগ্বিজয়ের ফোন নম্বর রয়েছে বলে গত কাল দাবি করেছে পুণে পুলিশ। প্রয়োজনে দিগ্বিজয়কে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানায় পুলিশ। কংগ্রেস নেতৃত্ব দিগ্বিজয়ের পাশে দাঁড়িয়ে জানিয়েছেন, চিঠিটি উদ্ধার হয়েছে কয়েক মাস আগে। মধ্যপ্রদেশে বিজেপিকে সাহায্য করতেই বিধানসভা ভোটের মুখে এ ভাবে মাওবাদী যোগের অভিযোগ তুলে সরব হয়েছে মহারাষ্ট্র পুলিশ।

ভীমা-কোরেগাঁও মামলার তদন্তে নেমে পুণে পুলিশ মাওবাদী নেতা সুরেন্দ্র গ্যাডলিং-কে লেখা কমরেড প্রকাশের চিঠিতে একটি মোবাইল নম্বর পেয়েছিল। চিঠিতে প্রকাশের বক্তব্য, ‘‘ছাত্রদের সামনে রেখে আন্দোলনের তীব্রতা বাড়াতে হবে। কারণ, রাজ্যের পুলিশ ও প্রশাসন ছাত্র সমাজের বিরুদ্ধে কঠোর বলপ্রয়োগ করতে চাইবে না। কংগ্রেস নেতৃত্বও ওই কাজে পাশে দাঁড়াতে ও অর্থ সাহায্য করতে প্রস্তুত। তার জন্য চিঠিতে দেওয়া ওই মোবাইল নম্বরের মালিকের সঙ্গে যোগাযোগ করতে বলে প্রকাশ। পুণে পুলিশের যুগ্ম কমিশনার (আইন-শৃঙ্খলা) শিবাজি বোডখে জানিয়েছেন, ওই নম্বরটি দিগ্বিজয় সিংহের। সে কারণে ওই কংগ্রেস নেতাকে জেরা করা হবে। তবে জেরার দিনক্ষণ জানায়নি পুণে পুলিশ।

দিগ্বিজয় মেনে নিয়েছেন, নম্বরটি তাঁরই। বলেছেন, ‘‘রাজ্যসভার সাংসদ হিসেবে ওই নম্বরটি আমাকে দিয়েছিল রাজ্যসভার সচিবালয়। নম্বরটি রাজ্যসভার ওয়েবসাইটে আমার নামে থাকা সাংসদ পরিচিতিতেও রয়েছে। যে কেউ ইচ্ছে করলেই তা দেখতে পারেন। গত প্রায় চার বছর ওই নম্বরটি ব্যবহার করিনি। কংগ্রেসের ভাবমূর্তি খারাপ করতেই শাসক দল পুলিশকে দিয়ে ওই কাজ করাচ্ছে। আমি যে কোনও তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত।’’

কংগ্রেস মুখপাত্র সচিন সাওয়ন্তের অভিযোগ, মধ্যপ্রদেশে বিধানসভা ভোট ২৮ তারিখ। পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্যে ভোটের মুখে সে রাজ্যের কংগ্রেস নেতার নামে এই অভিযোগ নিয়ে সরব হয়েছে পুণে পুলিশ। তাঁর কথায়, ‘‘মহারাষ্ট্রের বিজেপি সরকারের পুলিশ এখন মধ্যপ্রদেশের বিজেপি সরকারকে বাঁচাতে সাহায্য করছে। ওই চিঠি উদ্ধার হয়েছে কয়েক মাস আগে। ভোটের আগে ওই চিঠিকে হাতিয়ার করে কংগ্রেসকে দুর্বল করার চেষ্টা করছে বিজেপি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE