Advertisement
২৫ এপ্রিল ২০২৪

হাতকড়া খুলছে বিরসা মুন্ডার

স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার হাত থেকে অবশেষে খোলা হচ্ছে বেড়ি! ছবি থেকে মূর্তি, ঝাড়খণ্ডের এই আদিবাসী নেতার অবয়বের হাতে থাকে হাতকড়া। সেই ছবি এ বার বদলাতে চায় বঘুবর দাস সরকার।

নিজস্ব সংবাদদাতা
রাঁচি শেষ আপডেট: ০৩ জুন ২০১৬ ০৩:৪৬
Share: Save:

স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার হাত থেকে অবশেষে খোলা হচ্ছে বেড়ি! ছবি থেকে মূর্তি, ঝাড়খণ্ডের এই আদিবাসী নেতার অবয়বের হাতে থাকে হাতকড়া। সেই ছবি এ বার বদলাতে চায় বঘুবর দাস সরকার।

কয়েক দিন আগে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতর থেকে মুখ্যমন্ত্রীকে প্রস্তাব দেওয়া হয়— হাতকড়া থাকা বিরসা মুন্ডার মূর্তি ও ছবি পাল্টে ফেলা হোক। মুখ্যমন্ত্রী রঘুবর দাস তাতে সন্মতি দিয়েছেন। তিনি বলেন, “স্বাধীনতার এত বছর পরও হাতকড়া পড়া অবস্থায় বিরসা মুন্ডার ছবিতে জনমানসে ভুল বার্তা যাচ্ছে। এটা বদলানো দরকার।”

রাঁচির বিরসা চকে রয়েছে ওই স্বাধীনতা সংগ্রামীর মূর্তি। তাতেও রয়েছে হাতকড়া। ঝাড়খণ্ডে এ রকম কত মূর্তি ও ছবি রয়েছে, তার হিসেব নেই প্রশাসনের কাছেও। তথ্য ও সংস্কৃতি দফতর জানিয়েছে, সরকারি বা বেসরকরি কোনও সংস্থায় ওই রকম মূর্তি বা ছবি থাকলে, তারাই যেন সেগুলি বদলে দেয়। মৃত্যুর ১১৬ বছর পর বিরসা মুন্ডার হাতের বেড়ি ‘খোলার’ সিদ্ধান্তে খুশি রাজ্যের মানুষ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Birsa Munda Shakles
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE