Advertisement
২৫ এপ্রিল ২০২৪
National News

বিরোধীরা সবাই চাইলে পেপার ব্যালটে রাজি, জানাল বিজেপি

শনিবার এ কথা বলেছেন বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধব। গতকালই দেশের প্রধান বিরোধী দল কংগ্রেসের ৮৪তম প্লেনারিতে গৃহীত রাজনৈতিক প্রস্তাবে ওই দাবি জানানো হয়।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৮ মার্চ ২০১৮ ১৪:৫৬
Share: Save:

ইভিএম ছেড়ে পেপার ব্যালটে ভোটগ্রহণের ব্যাপারে সবক’টি বিরোধী রাজনৈতিক দল যদি রাজি থাকে, তা হলে তা নিয়ে আলোচনায় বসতে বিজেপিরও আপত্তি নেই।

শনিবার এ কথা বলেছেন বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধব। গতকালই দেশের প্রধান বিরোধী দল কংগ্রেসের ৮৪তম প্লেনারিতে গৃহীত রাজনৈতিক প্রস্তাবে ওই দাবি জানানো হয়।

পরে তা নিয়ে তাঁর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে রাম মাধব বলেন, ‘‘আমি কংগ্রেসকে এটা মনে করিয়ে দিতে চাই যে, সবক’টি রাজনৈতিক দল রাজি হয়েছিল বলেই পেপার ব্যালটের পদ্ধতি ছেড়ে ইলেকট্রনিক ভোটযন্ত্র (ইভিএম)-এর মাধ্যমে সারা দেশে ভোটগ্রহণ চালু হয়েছিল। এখন যদি প্রত্যেকটি দল মনে করে, ইভিএম ছেড়ে আবার পেপার ব্যালটের পুরনো পদ্ধতিতেই ফিরে যাওয়া উচিত, তা হলে আলোচনায় বসা যেতে পারে। সেখানে ঐকমত্য হলে আমরা বিষয়টি বিবেচনা করব।’’

আরও পড়ুন ব্যালটে ফিরতে চাইছে কংগ্রেস​

আরও পড়ুন- জোটবার্তা কংগ্রেসের, জোটের কান্ডারি রাহুল​

প্রায় দু’দশক আগে ভারতে শুরু হয় ইভিএম বা বৈদ্যুতিন ভোটযন্ত্রের ব্যবহার। ২০০৯ সালে ইভিএমে কারচুপির সম্ভাবনা নিয়ে প্রশ্ন তুলেছিলেন প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী। তখন বিজেপি ছিল বিরোধী দল। পরে নরেন্দ্র মোদী জমানায় বসপা থেকে কংগ্রেস, সব বিরোধী দলই বার বার ইভিএমে কারচুপির অভিযোগে সরব হয়েছে। সম্প্রতি গোরক্ষপুর ও ফুলপুর আসনে বিকল ইভিএম ব্যবহার করে নির্বাচনী প্রক্রিয়ার গতি কমিয়ে দেওয়ার অভিযোগ করেছিলেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE