Advertisement
১৮ এপ্রিল ২০২৪

শরিকদের নিয়ে ব্যথা বাড়ছে বিজেপির

এক শরিক শিবসেনা ওই লড়াইয়ে সরকারের পাশে তো দাঁড়ায়ইনি, উল্টে আজ রাহুল গাঁধীর বক্তৃতার উচ্ছ্বসিত প্রশংসা করে নরেন্দ্র মোদী-অমিত শাহদের জয়ের আনন্দে চোনা ফেলে দিয়েছে।

নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।

নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২২ জুলাই ২০১৮ ০৪:৩৪
Share: Save:

অনাস্থা ভোটে অনায়াসে জিতলেও লোকসভা ভোটের আগে শরিকি কাঁটায় চূড়ান্ত অস্বস্তিতে বিজেপি। এক দিকে প্রাক্তন শরিক টিডিপি অনাস্থা এনে সরকারকে ভোটাভুটিতে যেতে বাধ্য করেছে। আর এক শরিক শিবসেনা ওই লড়াইয়ে সরকারের পাশে তো দাঁড়ায়ইনি, উল্টে আজ রাহুল গাঁধীর বক্তৃতার উচ্ছ্বসিত প্রশংসা করে নরেন্দ্র মোদী-অমিত শাহদের জয়ের আনন্দে চোনা ফেলে দিয়েছে।

লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে, তত বিজেপির বিরুদ্ধে সরব হচ্ছেন এনডিএ-র শরিকেরা। গত কাল অনাস্থা নিয়ে ভোটাভুটিতে হারের পরে টিডিপি-প্রধান প্রাক্তন শরিক চন্দ্রবাবু নায়ডু আজ বলেন, ‘‘মোদী হলেন সেই প্রধানমন্ত্রী, যাঁর বিরুদ্ধে ১৫ বছর পরে অনাস্থা জানালেন দেশের মানুষ।’’

গত কাল চন্দ্রবাবুকে নিশানা করেছিলেন মোদী। আজ জবাব দিতে দিল্লি আসেন টিডিপি প্রধান। সরাসরি মোদীকে নিশানা করে তিনি বলেন, ‘‘সংখ্যাগরিষ্ঠতার ঔদ্ধত্য দেখালেও মোদী ভুলে যাচ্ছেন, শরিকেরা সাহায্য করেছিল বলেই বিজেপির সাংসদেরা জিততে পেরেছিলেন।’’

অন্ধ্রপ্রদেশ বিভাজনের পরে রাজ্যের জন্য বিশেষ আর্থিক প্যাকেজের আশায় ২০১৪ সালে বিজেপির হাত ধরেন চন্দ্রবাবু। কিন্তু ওই দাবি নিয়ে ২৯ বার দিল্লি এসেও লাভ হয়নি বলে অভিযোগ করে নায়ডুর মন্তব্য, ‘‘প্রধানমন্ত্রী অন্ধ্রের পাঁচ কোটি লোকের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।’’ মোদীর রাজনৈতিক দূরদর্শিতা নিয়েও খোঁচা দিতে ছাড়েননি চন্দ্রবাবু।

টিডিপি সরাসরি জোট ছেড়েছে। কিন্তু জোটে থেকেও বিজেপিকে নিরন্তর বেগ দিচ্ছে শিবসেনা। সরকারের পাশে না-থাকা নিয়ে বিজেপির অস্বস্তি আজ কয়েক গুণ বাড়িয়েছে শিবসেনার মুখপাত্র সামনা। প্রথম পাতায় রাহুল-মোদীর আলিঙ্গনের ছবি তুলে কংগ্রেস সভাপতিকে উদ্দেশ করে লেখা হয়েছে, ‘ভাই, তু তো ছা গয়া।’ সামনার মতে, মোদীকে আলিঙ্গন রাহুলের রাজনৈতিক পরিপক্কতার উদাহরণ। বেশ কিছু দিন ধরেই বিজেপি-শিবসেনা সম্পর্ক খারাপ হচ্ছিল। গত মাসে অমিত শাহ শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের বাড়ি গিয়ে দেখা করলেও লাভ যে হয়নি, তা স্পষ্ট।

ছোট শরিকদের নিয়ে অস্বস্তির আবহে স্বস্তি শুধু অকালি। তবে তা দিয়ে যে বাজিমাত করা কঠিন, তা বুঝতে পারছেন অমিত শাহরা। আর লোকসভা ভোটের আগে সেটাই ব্যথা বাড়াচ্ছে বিজেপির।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Narendra Modi BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE