Advertisement
১৯ এপ্রিল ২০২৪

সাংবাদিকদের বিজেপি নেতার হুমকি কাশ্মীরে

কাশ্মীরে সাংবাদিকদের ‘সীমা’ মেনে চলা উচিত বলে হুমকি দিলেন বিজেপি নেতা লাল সিংহ। সে কথা বলতে গিয়ে টেনে আনলেন শুজাত বুখারির হত্যার প্রসঙ্গও।

লাল সিংহ। ছবি: পিটিআই।

লাল সিংহ। ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৪ জুন ২০১৮ ০৩:১৬
Share: Save:

কাশ্মীরে সাংবাদিকদের ‘সীমা’ মেনে চলা উচিত বলে হুমকি দিলেন বিজেপি নেতা লাল সিংহ। সে কথা বলতে গিয়ে টেনে আনলেন শুজাত বুখারির হত্যার প্রসঙ্গও।

শুজাতকে সম্প্রতি তাঁর ‘রাইজিং কাশ্মীর’ সংবাদপত্রের দফতরের সামনেই খুন করে সন্দেহভাজন জঙ্গিরা। এক সাংবাদিক বৈঠকে কাঠুয়া গণধর্ষণ ও খুনের মামলা নিয়ে মন্তব্য করতে গিয়ে বিধায়ক লাল সিংহ বলেন, ‘‘কাশ্মীরি সাংবাদিকদের সীমা মেনে চলতে বলছি। আপনারা কি বাশারতের মতো জীবন চান?’’ বাশারত বুখারি নিহত শুজাতের ভাই।

লাল সিংহের মতে, ‘‘রাজ্যে সৌভ্রাতৃত্ব বজায় রাখার জন্য সাংবাদিকদের সতর্ক থাকা উচিত। তবেই উন্নয়ন সম্ভব।’’ বিজেপির এই প্রাক্তন মন্ত্রী অবশ্য আগেও বিতর্কে জড়িয়েছেন। কাঠুয়া খুন ও গণধর্ষণের মামলায় অভিযুক্তদের পক্ষে মিছিলে যোগ দিয়ে মন্ত্রিপদ খুইয়েছিলেন তিনি। মন্ত্রিপদ থেকে ইস্তফা দিতে বাধ্য হওয়ার জন্যও সাংবাদিকদের দিকে আঙুল তুলেছিলেন লাল সিংহ।

বিজেপি নেতার মন্তব্যে তাঁর বিরুদ্ধে রাজ্যপাল এন এন ভোরার কাছে অভিযোগ করার সিদ্ধান্ত নিয়েছেন সাংবাদিকেরা। সমালোচনা করেছে কাশ্মীর এডিটর্স গিল্ড। ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লার বক্তব্য, ‘‘শুজাতের মৃত্যুকে হাতিয়ার করে দুষ্কৃতীরা সাংবাদিকদের হুমকি দিচ্ছে।’’ জম্মুতে অমিত শাহের সভার সময়ে লাল সিংহের এই মন্তব্যে অস্বস্তিতে বিজেপি। কংগ্রেস নেতা রণদীপ সিংহ সুরজেওয়ালার কটাক্ষ, ‘‘অমিত শাহজি কি সভায় স্পষ্ট করে দেবেন যে তাঁদের কথা শুনে না চললে সাং‌বাদিকদের অবস্থা শুজাতের মতোই হবে কি না?’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE