Advertisement
২৫ এপ্রিল ২০২৪

পঙ্কজাকে হঠিয়ে স্মৃতির পাশে শিপ্রা

‘লাগে রহো মুন্নাভাই’-এর বোম্মান ইরানি, থুড়ি ‘হ্যাপি সিং’-কে মনে পড়ে? হ্যাপির পেশা যদি হয় প্রোমোটিং তবে নেশা হচ্ছে সেলিব্রিটিদের পাশে ঘনিষ্ঠ ভঙ্গিতে দাঁড়িয়ে ছবি তোলানো। না, তার জন্য কোনও সেলিব্রিটির প্রয়োজন নেই, স্রেফ তাঁর ছবি হলেই চলবে। বাকিটা হ্যাপির নিজস্ব ফটোগ্রাফার ও ফটোশপের গুণে তাঁর বাড়ির দেওয়াল জুড়ে শুধুই সেলিব্রিটি আর হ্যাপি, হ্যাপি আর সেলিব্রিটি। কে নেই হ্যাপির তালিকায়! কুইন এলিজাবেথ থেকে মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, ইন্দিরা গাঁধী থেকে রাজীব গাঁধী, দেবানন্দ থেকে অমিতাভ বচ্চন, গীতা দত্ত থেকে রেখা---সব্বাই!

পঙ্কজা মুণ্ডের সঙ্গে স্মৃতি ইরানির ছবি (বাঁ দিকে)। বদলানোর পর শিপ্রা গুনের সেই ছবি (ডান দিকে)।

পঙ্কজা মুণ্ডের সঙ্গে স্মৃতি ইরানির ছবি (বাঁ দিকে)। বদলানোর পর শিপ্রা গুনের সেই ছবি (ডান দিকে)।

শীর্ষেন্দু শী
করিমগঞ্জ শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০১৫ ০৩:৩১
Share: Save:

‘লাগে রহো মুন্নাভাই’-এর বোম্মান ইরানি, থুড়ি ‘হ্যাপি সিং’-কে মনে পড়ে? হ্যাপির পেশা যদি হয় প্রোমোটিং তবে নেশা হচ্ছে সেলিব্রিটিদের পাশে ঘনিষ্ঠ ভঙ্গিতে দাঁড়িয়ে ছবি তোলানো। না, তার জন্য কোনও সেলিব্রিটির প্রয়োজন নেই, স্রেফ তাঁর ছবি হলেই চলবে। বাকিটা হ্যাপির নিজস্ব ফটোগ্রাফার ও ফটোশপের গুণে তাঁর বাড়ির দেওয়াল জুড়ে শুধুই সেলিব্রিটি আর হ্যাপি, হ্যাপি আর সেলিব্রিটি। কে নেই হ্যাপির তালিকায়! কুইন এলিজাবেথ থেকে মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, ইন্দিরা গাঁধী থেকে রাজীব গাঁধী, দেবানন্দ থেকে অমিতাভ বচ্চন, গীতা দত্ত থেকে রেখা---সব্বাই!

আর করিমগঞ্জের বিজেপি নেত্রী শিপ্রা ‘হ্যাপি’ গুণের তালিকায় তো শুধুমাত্র স্মৃতি ‘তুলসী’ ইরানি। সিনেমার হ্যাপি-কে কেউ কখনও চ্যালেঞ্জ করেননি। কিন্তু করিমগঞ্জের শিপ্রা রীতিমতো রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়েছেন। বরাক বিজেপিতে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। পরিস্থিতি সামলাতে এই ছবির দায় নিতে রাজি হননি শিপ্রা গুণ। বরং উল্টে তাঁর অভিযোগ, দলেরই কিছু লোক তাঁকে হেনস্থা করতেই এই ছবি-চক্রান্তের জাল বুনেছেন।

মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে বিজেপির এক সংঘর্ষ যাত্রায় হাজির ছিলেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি। হাজির ছিলেন প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী গোপীনাথ মুন্ডের কন্যা তথা মহারাষ্ট্রের গ্রামোন্নয়ন মন্ত্রী পঙ্কজা মুন্ডেও। স্মৃতি ও পঙ্কজা পাশাপাশি বসেছিলেন। কেউ তাঁদের একটি ছবি তোলেন। ২০১৪ সালের ২সেপ্টম্বর স্মৃতি তাঁর নিজের ফেসবুকে ছবিটি ‘আপলোড’ করেন। এখনও পযন্ত সেই ছবিটি ২ লক্ষ ৬৮ হাজার ৬৩২ জন ‘লাইক’ করেছেন, ৯০২৪ জন সেটি শেয়ারও করেছেন।

এ পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু গোল বাধে গত ৮ এপ্রিল থেকে। সেদিন জনৈক রাজেশ দাস নামে পাথারকান্দির এক স্কুল ছাত্র ফেসবুকে ওই ছবিটিই ফের ‘আপলোড’ করেন। ছবিটিতে স্মৃতি তাঁর জায়গাতেই রয়েছেন। পঙ্কজাও সশরীরে রয়েছেন। শুধু বদলে গিয়েছে পঙ্কজার মুখটি। পঙ্কজার মুখের জায়গায় বসেছে করিমগঞ্জের বিজেপি নেত্রী তথা বিজেপি মহিলা মোর্চার কেন্দ্রীয় কমিটির সদস্য শিপ্রা গুণের মুখ। ফেসবুকে রাজেশ নিজেকে মাধ্যমিকের ছাত্র হিসেবে পরিচয় দিয়েছেন। সেই সঙ্গে সে নিজেকে পাথারকান্দির মডেল হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্র বলে জানিয়েছে। এখন রাজেশের এই গুণপনায় যারপরনাই অস্বস্তি ও সমালোচনার মুখে পড়েছেন শিপ্রা গুণ। সকলেরই সন্দেহ রাজেশকে দিয়ে কাজটি শিপ্রাই করিয়েছেন। যদিও রাজেশকে তিনি চেনেন না বলেই দাবি করেছেন শিপ্রা। গত দু’টি বিধানসভা ভোটে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেন শিপ্রা। দু’বারই তিনি পরাজিত হন। আগামী নির্বাচনে তিনি পাথারকান্দি থেকে লড়তে চান বলে দলীয় সূত্রের খবর। বিজেপির একাংশের বক্তব্য, নিজের পরিচিতি আরও সুদৃঢ় করতেই এই পন্থা নিয়েছেন শিপ্রা গুণ। আর শিপ্রা বলছেন, ‘‘এরকম যে হয়েছে এটাই আমি জানতাম না। এমনকী রাজেশের সঙ্গেও আমার পরিচয় নেই।’’ তাঁর ধারণা, ‘‘পাথাকান্দি বিধানসভা আসনে আমি দলের মনোনয়ন পেতে পারি এমন আশঙ্কা থেকেই আমাদের দলেরই কিছু লোক এ কাজ করেছে বলে মনে হয়।’’

তবে তিনি যাই বলুন না কেন, স্কুল ছাত্র হিসেবে দাবি করা রাজেশ হঠাৎ করে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রীর ছবি জাল করতে যাবে কেন? দলের কিছু নেতা এই ছবি-কারসাজিকে জালিয়াতি বলতেও ছাড়ছেন না। তাঁদের বক্তব্য, ‘‘নিশ্চয় এর পেছনে রয়েছে বড় কোন চক্রান্ত। সেই চক্রান্ত ভেদ করতে পারবে একমাত্র পুলিশ।’’ তবে বিষয়টি নিয়ে তাঁর দল বা শিপ্রা নিজে এখনও পুলিশে কোনও অভিযোগ দায়ের করেননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE