Advertisement
১৯ এপ্রিল ২০২৪

নীরব গ্রেফতারে চৌকিদারই ‘শের’!

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘আমিও চৌকিদার’ প্রচার-অভিযানের ডাক দেওয়ার পর বেশ কয়েকদিন টুইটার দাপাচ্ছিল ‘চৌকিদার’।

রাহুল গাঁধী স্লোগান তুলেছিলেন, ‘চৌকিদার চোর হ্যায়!’ এ দিন নীরবের গ্রেফতারির পরেই সেই স্লোগানকে আক্রমণ করে মিম ছেড়েছেন বিজেপি সমর্থকেরা।

রাহুল গাঁধী স্লোগান তুলেছিলেন, ‘চৌকিদার চোর হ্যায়!’ এ দিন নীরবের গ্রেফতারির পরেই সেই স্লোগানকে আক্রমণ করে মিম ছেড়েছেন বিজেপি সমর্থকেরা।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২১ মার্চ ২০১৯ ০৩:৪৩
Share: Save:

চৌকিদারের জায়গা নিলেন নীরব মোদী। টুইটার-ট্রেন্ডে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘আমিও চৌকিদার’ প্রচার-অভিযানের ডাক দেওয়ার পর বেশ কয়েকদিন টুইটার দাপাচ্ছিল ‘চৌকিদার’। সেই প্রচার ঠেকাতে বিরোধীরা যে সব অস্ত্র নিয়েছিল তার মধ্যে একটি ছিল, ‘চৌকিদার’ থাকা সত্ত্বেও ঋণখেলাপি নীরব মোদীর পলায়ন। বুধবার লন্ডনে সেই নীরব মোদীরই গ্রেফতারের খবর মিলতে সোশ্যাল মিডিয়ায় নতুন উদ্যমে জেগে উঠেছেন বিজেপি সমর্থকেরা।

নীরবের গ্রেফতারির খবর আসার পর থেকেই টুইটারে ট্রেন্ডিং ছিল #নীরবমোদী, #নীরবঅ্যারেস্টেড। নানা মিম বানিয়ে বিরোধীদের ব্যঙ্গ করতে শুরু করেন বিজেপি সমর্থকরা। তাঁদের দাবি, এই গ্রেফতারি মোদী-বিরোধীদের চুপ করিয়ে দিয়েছে। একটি ‘মিম’-এ বলিউডি নায়কদের টর্চ হাতে দাঁড়ানো ছবি দিয়ে বলা হয়েছে টুইটারে বিজেপি সমর্থকেরা কংগ্রেস সমর্থকদের খুঁজছে। নরেন্দ্র মোদীর ‘চৌকিদার’ স্লোগানের পাল্টা হিসেবে রাহুল গাঁধী স্লোগান তুলেছিলেন, ‘চৌকিদার চোর হ্যায়!’ এ দিন নীরবের গ্রেফতারির পরেই সেই স্লোগানকে আক্রমণ করে মিম ছেড়েছেন বিজেপি সমর্থকেরা। তাতে দেখা যাচ্ছে মোদীর মুখের অর্ধেক অংশে বাঘের মুখ। তলায় লেখা, চৌকিদার শের হ্যায়। রাতে হ্যাশট্যাগে যোগ হয় #চৌকিদারজেলসনীরব।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

নীরব মোদীরই গ্রেফতারের খবর মিলতে সোশ্যাল মিডিয়ায় নতুন উদ্যমে জেগে উঠেছেন বিজেপি সমর্থকেরা।

নীরবের গ্রেফতারির প্রসঙ্গে এসেছে আর এক অভিযুক্ত বিজয় মাল্যের কথাও। বলিউডি সংলাপ ব্যবহার করে তৈরি হয়েছে মিম। একজন ‘আন্দাজ অপনা অপনা’র দৃশ্য শেয়ার করে লিখেছেন, নীরবের গ্রেফতারির খবর পেয়ে বিজয় হয়তো বলবেন, ‘লগতা হ্যায় কাচ্চা খিলাড়ি হ্যায়!’ ‘জগ্গা জাসুস’ ছবির গানের দৃশ্য শেয়ার করে আরেক জনের মন্তব্য, বিজয় হয়তো বলবেন, ‘ঝটকা জ়ারা সা, মেহসুস হুয়া এক!’

শাসক দলের সমর্থকদের তুলনায় এ দিন বরং সোশ্যাল মিডিয়ায় খানিক স্তিমিতই ছিলেন বিরোধীরা। নীরব মোদীর প্যারডি অ্যাকাউন্ট থেকে বরাবর শাসক দলকেই ব্যঙ্গ করা হত। এ দিন নীরবের গ্রেফতারি পরে সেই অ্যাকাউন্ট থেকে নরেন্দ্র মোদী ও নীরব মোদীর মুখের মিশেলে তৈরি একটি মুখের ছবি পোস্ট করা হয়। সঙ্গে ক্যাপশন, কোর্টে তোলার আগে তৈরি হচ্ছি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BJP Twitter Narendra Modi Nirav modi PNB Scam
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE