Advertisement
১৯ এপ্রিল ২০২৪

অটলের হার আর নয়, বলছে বিজেপি

প্রয়াণের পর প্রথম জন্মদিন অটলবিহারী বাজপেয়ীর। সকালে রাষ্ট্রীয় স্মৃতি স্থলে অটল সমাধিতে গেলেন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, নরেন্দ্র মোদী, অমিত শাহরা।

অটলবিহারী বাজপেয়ী

অটলবিহারী বাজপেয়ী

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৮ ০২:০০
Share: Save:

চারের ভুল উনিশে নয়।

প্রয়াণের পর প্রথম জন্মদিন অটলবিহারী বাজপেয়ীর। সকালে রাষ্ট্রীয় স্মৃতি স্থলে অটল সমাধিতে গেলেন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, নরেন্দ্র মোদী, অমিত শাহরা। কিন্তু ক্ষমতায় আসার পর যে ভাবে এই দিনটিকে ‘সুশাসন দিবস’ হিসেবে ঢাকঢোল পিটিয়ে পালন করতেন মোদী, এখন সেটিও উধাও। বিজেপির কিছু মন্ত্রী, মুখ্যমন্ত্রী অবশ্য নিয়মমাফিক ‘সুশাসন দিবস’ বলে টুইট করলেন। কিন্তু সামনের লোকসভা ভোটে বাজপেয়ীকে কী ভাবে ব্যবহার করা যাবে, তার জন্য নতুন স্লোগান তৈরির তোড়জোড় শুরু করল বিজেপি।

আর বিস্তর মাথা খাটানোর পরে বিজেপি শিবির থেকে যেটি বেরিয়ে আসছে, সেটি হল ‘চারের ভুল উনিশে নয়।’ এর অর্থ কী? বিজেপির এক সূত্রের মতে, জনতাকে বোঝানো হবে, ২০০৪-এ বাজপেয়ীকে না জিতিয়ে ‘ভুল’ করেন মানুষ। যার খেসারত দিতে হয়েছে দেশকে। দশ বছর ধরে মনমোহন সিংহের জমানায় আটকে ছিল উন্নয়ন। বাজপেয়ী থাকলে যা হত না। এর পরেই আসছে আসল মোড়। বিজেপির কথায়, বাজপেয়ীর ঐতিহ্য বহন করছেন মোদী। ২০১৯ সালে দেশের মানুষ যেন মোদীকে জিতিয়ে না আনার ‘ভুল’ না করেন।

এমন একটি ইঙ্গিত আজ খোদ প্রধানমন্ত্রীই দিয়েছেন অসমের দীর্ঘতম দোতলা সেতুর উদ্বোধন করে। তিনি বলেছেন, ‘‘বাজপেয়ীজি ক্ষমতায় ফিরলে ২০০৭-০৮ সালেই সেতুটি শেষ হয়ে যেত। কিন্তু কংগ্রেস বাজপেয়ীজির উন্নয়নের কাজগুলো থামিয়ে দিয়েছে।’’ মোদীর রকম-সকম দেখে হাসছে কংগ্রেস। আজ সকাল থেকে বাজপেয়ীকে নিয়ে বিজেপি যতটা না উৎসাহ দেখায়, ততোধিক আবেগ দেখায় কংগ্রেসও।

সকাল থেকে কংগ্রেসের নেতারাও অটল-বন্দনায় নামেন। যাঁকে নিয়ে বিজেপি আজ কটাক্ষ করছে, সেই মনমোহন সিংহ নিজে গিয়েছেন অটলের সমাধিস্থলে। মোদীর সঙ্গে করমর্দনও করেছেন। মোদী বসেছিলেন অমিত শাহদের সঙ্গে, মনমোহন ছিলেন লালকৃষ্ণ আডবাণীর পাশে। কংগ্রেস বলেছে, ‘‘বাজপেয়ী এমন এক নেতা ছিলেন, যাঁকে সকলে ভালবাসতেন। তিনি গণতন্ত্রের ক্ষমতাকে সবার ঊর্ধ্বে রাখতেন।’’ দিগ্বিজয় সিংহ বলেন, ‘‘সবথেকে সুন্দর মানুষদের অন্যতম বাজপেয়ী।’’

বাজপেয়ীর প্রশস্তি করে আসলে মোদীকেই খোঁচা দিতে চাইছে কংগ্রেস। বোঝাতে চাইছে, মোদী যতই চেষ্টা করুন, দূর-দূরান্তে তাঁর উত্তরসূরি হতে পারবেন না। কংগ্রেস নেতাদের কটাক্ষ, নিজে প্রায় পাঁচ বছর সরকার চালিয়ে এখন ‘সুশাসন’ শব্দটিও মুখে আনছেন না মোদী। এত ‘কুশাসন’ দেওয়ার পরে আবার জিতে আসার প্রত্যাশা করেন কী করে? বিজেপির নতুন স্লোগানেই তো স্পষ্ট, হারের ভয় এখনই গ্রাস করেছে তাদের। তবে বাজপেয়ীকে স্মরণ করে রাজ্যে রাজ্যে প্রচার চালানোর নির্দেশ দিয়েছে বিজেপি। উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ, বিহারে জোট শরিক নীতীশ কুমারও অটলের মূর্তি বসাবেন। তবে পটনার কোথায় এবং কত বড় মূর্তি তৈরি করা হবে, কিছু বলেননি নীতীশ। মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস এ দিন অটলের নামে একটি স্কুল উদ্বোধন করেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE