Advertisement
২৩ এপ্রিল ২০২৪

ওড়িশায় অবরোধ, ট্রেন থমকে ভোগান্তি

মহানদীর জল নিয়ে ওড়িশা ও ছত্তীসগঢ়ের মধ্যে টানাটানি শুরু হয়েছে। ছত্তীসগঢ়ে মহানদীর উপরে বাঁধ তৈরিকে কেন্দ্র করে মঙ্গলবার ওড়িশায় বিভিন্ন স্টেশনে রেল অবরোধে নামে কংগ্রেস।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৭ অগস্ট ২০১৬ ০৩:৫৭
Share: Save:

মহানদীর জল নিয়ে ওড়িশা ও ছত্তীসগঢ়ের মধ্যে টানাটানি শুরু হয়েছে। ছত্তীসগঢ়ে মহানদীর উপরে বাঁধ তৈরিকে কেন্দ্র করে মঙ্গলবার ওড়িশায় বিভিন্ন স্টেশনে রেল অবরোধে নামে কংগ্রেস। সেই অবরোধের জেরে হাওড়া থেকে দক্ষিণ ভারতগামী এবং দক্ষিণ থেকে হাওড়ামুখী ট্রেন চলাচল বিপর্যস্ত হয়ে যায়। পুরীগামী এবং পুরী থেকে হাওড়া আসার বেশ কিছু ট্রেন আটকে পড়ে বিভিন্ন স্টেশনে। শ্রাবণ-শেষের প্রচণ্ড গরমে পাঁচ ঘণ্টা আটকে থাকায় নাকাল হন যাত্রীরা।

মহানদীতে ওই বাঁধ তৈরি নিয়ে ওড়িশার সঙ্গে ছত্তীসগঢ়ের মধ্যে বিরোধ বেধেছে। ওই বাঁধ হলে ওড়িশার কৃষকেরা জল পাবেন না— এই অভিযোগ তুলে সরব হয়েছে সেখানকার বিভিন্ন রাজনৈতিক দল। ওই নির্মাণকাজের প্রতিবাদেই এ দিন গোটা ওড়িশাতেই ১২ ঘণ্টার বন্‌ধের ডাক দিয়েছিল কংগ্রেস।

দক্ষিণ-পূর্ব রেলের খবর, ভোর
সাড়ে ৪টেয় অবরোধ শুরু হয় ভুবনেশ্বরে। পরে ভদ্রক, খুরদা রোড, বালেশ্বর, জলেশ্বর, বারিপদা-সহ অনেক স্টেশনেই তা ছড়িয়ে পড়ে। অবরোধ চলে বেলা সাড়ে ১০টা পর্যন্ত। ১২টি মেল ও এক্সপ্রেস ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে পড়ে। তার মধ্যে হাওড়া-পুরী-সাঁতরাগাছি প্যাসেঞ্জার, খড়্গপুর-ভুবনেশ্বর, পুরী-নয়াদিল্লি নন্দনকানন, হাওড়া-পুরী ধৌলি, তিরুঅনন্তপুরম-গুয়াহাটি এক্সপ্রেসও ছিল। হাওড়ামুখী ট্রেন দেরি করায় হাওড়া থেকে পুরী ও দক্ষিণগামী কিছু ট্রেন দেরিতে ছেড়েছে।

সপ্তাহ শেষের ছুটির সঙ্গে ছিল স্বাধীনতা দিবসের ছুটি। অনেকেই পুরী গিয়েছিলেন বেড়াতে। ফেরার পথে দুর্ভোগে বেড়ানোর মজাটাই মাটি হয়েছে বলে জানান অনেক যাত্রী। তাঁদের বক্তব্য, যে-সব ট্রেন আটকে পড়েছিল, তার বেশ কয়েকটিতেই প্যান্ট্রিকার নেই। এবং যে-সব স্টেশনে ট্রেন আটকানো হয়েছে, সেগুলিরও পরিকাঠামো ভাল নয়। ফলে চা, জল, খাবার— কিছুই মেলেনি। কেন ট্রেন দাঁড়িয়ে রয়েছে, যাত্রীদের তা জানানোর জন্য রেলের তরফে কোনও ঘোষণাও করা হয়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Orissa Railway passenger
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE