Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Kerala Nun

কুয়োতে মিলল সন্ন্যাসিনীর মৃতদেহ! ফের চাঞ্চল্য কেরলে

রবিবার সকালে পাঠানাপুরমের একটি কনভেন্টে কুয়োর মধ্যে পাওয়া গেল ৬৪ বছরের এক খ্রিস্টান সন্ন্যাসিনীর মৃতদেহ। তিনি সেন্ট স্টিফেন্‌স স্কুলে পড়াতেন বলে জানিয়েছে পুলিশ।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব প্রতিবেদন
পাঠানাপুরম শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৮ ১৪:০৬
Share: Save:

সন্ন্যাসিনীকে ধর্ষণ ঘিরে বিতর্কের রেশ কাটতে না কাটতেই আরেক সন্ন্যাসিনীর মৃত্যু আলোড়ন তুলল কেরলে। এবারের ঘটনা পাঠানাপুরম, কেরলের রাজধানী তিরুঅনন্তপুরম থেকে ৮০ কিলোমিটার দূরের।

রবিবার সকালে পাঠানাপুরমের একটি কনভেন্টে কুয়োর মধ্যে পাওয়া গেল ৬৪ বছরের এক খ্রিস্টান সন্ন্যাসিনীর মৃতদেহ। তিনি সেন্ট স্টিফেন্‌স স্কুলে পড়াতেন বলে জানিয়েছে পুলিশ। কী কারণে এই মৃত্যু, তা খতিয়ে দেখছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বয়ানে জানা গিয়েছে, রবিবার সকালে আটটার সময় প্রার্থনার আগে এক সহকর্মীকে ওই সন্ন্যাসিনী জানান, তিনি অসুস্থ বোধ করছেন। তিনি চিকিৎসকের কাছে গিয়েছিলেন বলেও জানান ওই সহকর্মীকে। এ জন্য তিনি প্রার্থনাতেও যাননি সকালে।

আরও পড়ুন: অভিযুক্ত বিশপের পাশে দাঁড়িয়ে ধর্ষিতার চরিত্রেই আঙুল তুললেন বিধায়ক!

এর পর সকাল ন’টার সময় মাউন্ট টাবোর কনভেন্টের কর্মীরা একটি কুয়োর কাছে রক্তের দাগ দেখতে পান। রক্তের দাগ অনুসরণ করে কুয়োর কাছে আসতেই তাঁরা চমকে ওঠেন। কুয়োর মধ্যে ওই সন্ন্যাসিনীর মৃতদেহ ভাসতে দেখেন তাঁরা।

আরও পড়ুন: মোটা হলে মদে ভর্তুকি মিলবে না! সিদ্ধান্ত উপকূলরক্ষী বাহিনীতে

এই স্কুলে ১২ বছর ধরে পড়াতেন মৃত সন্ন্যাসিনী সুসান ম্যাথু। মাউন্ট টাবোর কনভেন্ট আর সেন্ট স্টিফেন্‌স স্কুল, এই দু’টি প্রতিষ্ঠানই কোট্টয়মের মালঙ্কারা সিরিয়ান অর্থোডক্স চার্চের অধীনে।

গত বেশ কয়েক দিন ধরেই এক বিশপের বিরুদ্ধে সন্ন্যাসিনীকে ধর্ষণের অভিযোগ ঘিরে উত্তাল কেরল। এর মধ্যেই এই সন্ন্যাসিনীর মৃত্যুতে ফের চাঞ্চল্য কেরলে।

(দেশজোড়া ঘটনার বাছাই করা সেরা বাংলা খবর পেতে পড়ুন আমাদের দেশ বিভাগ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE