Advertisement
২০ এপ্রিল ২০২৪
Article 377

সমকামিতা নিয়ে শীর্ষ আদালতের রায়, উচ্ছ্বসিত সেলেবরা

পুরনো ধ্যানধারণাকে মুছে নতুনকে স্বাগত জানানোর এই রায়ে কী বললেন সেলিব্রিটিরা?

রায়ের পর এলজিবিটি সদস্যদের উচ্ছ্বাস। ছবি: এএফপি।

রায়ের পর এলজিবিটি সদস্যদের উচ্ছ্বাস। ছবি: এএফপি।

নিজস্ব প্রতিবেদন
মুম্বই শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০১৮ ১৫:৫৭
Share: Save:

শরতের ঝকঝকে আকাশে ফুটল রামধনু। একুশ শতকের ভারতে স্বীকৃতি পেল সমকামিতা।

ব্রিটিশ যুগের রক্ষণশীলতাকে ছুড়ে ফেলে সুপ্রিম কোর্টের এই ঐতিহাসিক রায়কে স্বাগত জানালেন দেশের সেলিব্রিটিরা। যার মধ্যে রয়েছেন অভিনেতা, লেখক, নাট্যকার।সকলেরই বক্তব্যের সারমর্ম – এই রায় সমানাধিকারের জয়। এটাই আধুনিক ভারত, উন্নয়নশীল ভারত।

ভারতীয় সিনেমায় নতুন প্রাণের সঞ্চার ঘটানো ফরহান আখতার যেমন, রামধনু রঙা টুইটে লিখেছেন, ‘সমানাধিকার, ভালবাসা, গর্ব’।

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান ধন্যবাদ জানিয়েছেন সুপ্রিম কোর্টকে সেই সঙ্গে বিচারব্যবস্থার এই রায়কে মর্যাদা দিয়ে সাধারণ মানুষকেও এই প্রসঙ্গে নিজের দায়িত্ব পালনের কথা মনে করিয়ে দিয়েছেন।

এলজিবিটি আন্দোলনের বরাবরের সমর্থক কর্ণ জোহর, নিজের টুইটে মেলে ধরেছেন রামধণু রঙা পতাকা। তাঁর কথায় দেশ যেন নতুন অক্সিজেন পেল।

স্বকীয়তায় চমক দেওয়া রণবীর সিংহ লিখেছেন “লাভ ফর অল”।

আরও পড়ুন: সমকামিতা অপরাধ নয়, ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের

সোনম কপূরের মতে – এই ভারতকেই তো আমরা ভালবাসি।

সংক্ষপ্তি টুইটে অভিষেক বচ্চন বুঝিয়েছেন, তিনি রামধনুর সঙ্গেই আছেন।

আরও পড়ুন: এডস রোগের প্রকোপ বাড়বে, সুপ্রিম কোর্টের রায়ে অখুশি সুব্রহ্মণ্যম স্বামী

অভিষেকের ‘দোস্তানা’র কো-স্টার জন আব্রাহামের মত, আজ গর্বে মাথা উঁচু করার দিন।

কঙ্কনা সেনশর্মা লিখেছেন “আমাদের জয় হল...”।

প্রীতি জিন্টাও তাঁর উচ্ছ্বাস চেপে রাখেননি, টুইট করেছেন নানা ছবির কোলাজ।

পুরনো ধ্যানধারণাকে মুছে নতুনকে স্বাগত জানানোর এই রায়ে সব মিলিয়ে বেশ খুশি দেশের সংস্কৃতির দূতরা।

(দেশজোড়া ঘটনার বাছাই করা সেরা বাংলা খবর পেতে পড়ুন আমাদের দেশ বিভাগ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Article 377 Karan Johar Aamir Khan Farhan Akhtar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE