Advertisement
১৯ এপ্রিল ২০২৪

ভারত-পাক বৈঠক আজ

দু’দেশের মধ্যে উত্তেজনার মধ্যেই বৃহস্পতিবার থেকে দিল্লিতে সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা শুরু করছে ভারত ও পাকিস্তান। এনএসএ পর্যায়ের বৈঠক বাতিল হওয়ার পরে বিএসএফ ও পাক রেঞ্জার্সের তিন দিনের এই আলোচনার জন্য নয়াদিল্লি ও ইসলামাবাদ—দুই শিবিরেই তৎপরতা তুঙ্গে।

শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৫ ০৩:১৩
Share: Save:

দু’দেশের মধ্যে উত্তেজনার মধ্যেই বৃহস্পতিবার থেকে দিল্লিতে সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা শুরু করছে ভারত ও পাকিস্তান। এনএসএ পর্যায়ের বৈঠক বাতিল হওয়ার পরে বিএসএফ ও পাক রেঞ্জার্সের তিন দিনের এই আলোচনার জন্য নয়াদিল্লি ও ইসলামাবাদ—দুই শিবিরেই তৎপরতা তুঙ্গে। ২০১৩-র ডিসেম্বরে লাহৌরে এই পর্যায়ের আলোচনা শেষ বার হয়েছিল। বৈঠকে যোগ দিতে ১৬ সদস্যের পাক প্রতিনিধিদল বুধবার বিকেলেই অমৃতসরে পৌঁছে গিয়েছে। সীমান্ত ও নিয়ন্ত্রণরেখা বরাবর পাকিস্তান বারবার যে ভাবে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করছে, তা নিয়েই চাপ বাড়াবে নয়াদিল্লি। পাশাপাশি, ইসলামাবাদও সংঘর্ষ বিরতি লঙ্ঘনের পাল্টা অভিযোগ এনে রাষ্ট্রসঙ্ঘের নজরদারি চাইছে। জঙ্গি অনুপ্রবেশে পাক মদত নিয়ে সরব হবে ভারত। এর মধ্যেই মঙ্গলবার রাতে পুঞ্চ ও কুপওয়ারায় সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। যাতে দুই জওয়ান আহত হয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

bsf pak rangers bsf meeting pak rangers
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE