Advertisement
১৮ এপ্রিল ২০২৪

জঙ্গি শিবিরের তালিকা দেওয়া হল বিজিবিকে

বাংলাদেশে লুকিয়ে থাকা অসম ও মেঘালয়ের ৩০টির বেশি জঙ্গি শিবিরের তথ্য সে দেশের সীমান্ত রক্ষী বাহিনীর হাতে তুলে দিল বিএসএফ। গত চার দিন ধরে মেঘালয়ে বিএসএফ ও বিজিবির মধ্যে বৈঠক হয়েছে।

শেষ আপডেট: ১৩ জুন ২০১৫ ০৩:০৫
Share: Save:

বাংলাদেশে লুকিয়ে থাকা অসম ও মেঘালয়ের ৩০টির বেশি জঙ্গি শিবিরের তথ্য সে দেশের সীমান্ত রক্ষী বাহিনীর হাতে তুলে দিল বিএসএফ। গত চার দিন ধরে মেঘালয়ে বিএসএফ ও বিজিবির মধ্যে বৈঠক হয়েছে। সেখানে সীমান্ত সমস্যা, সন্ত্রাস, জঙ্গি গতিবিধি, মাদক ও অস্ত্র পাচার নিয়ে আলোচনা হয়। বিজিবি কর্তা এডিজি (উত্তর-পূর্ব সীমান্ত) মহম্মদ লতিফুল হাইদরের হাতে সে দেশে থাকা ৩৯টি জঙ্গিঘাঁটির তালিকা তুলে দেন বিএসএফ আইজি সুদেশ কুমার। গত বছর দু’দেশের মধ্যে বার্ষিক বৈঠকে এই তালিকায় ৬৬টি ঘাঁটির তথ্য ছিল। বৈঠকে অনুপ্রবেশ প্রসঙ্গ ও সীমান্ত পেরিয়ে জাল নোট ভারতে পাঠানোর ঘটনা নিয়েও আলোচনা করা হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BGB BSF Bangladesh border
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE