Advertisement
১৯ এপ্রিল ২০২৪

শিক্ষা-স্বাস্থ্য নিয়ে কথা নেই

দু’দিন আগেই প্রায় দু’হাজার পড়ুয়াকে পরীক্ষায় সাফল্য পাওয়ার উপায় বাতলে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আগামী তেরো বছরের মধ্যে দেশের অর্থনীতি ১০ ট্রিলিয়ন ডলার ছুঁয়ে ফেলবে বলে আজ বাজেট-বক্তব্যে দাবি করেছেন পীযূষ গয়াল। —ফাইল চিত্র।

আগামী তেরো বছরের মধ্যে দেশের অর্থনীতি ১০ ট্রিলিয়ন ডলার ছুঁয়ে ফেলবে বলে আজ বাজেট-বক্তব্যে দাবি করেছেন পীযূষ গয়াল। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০১৯ ০২:৩২
Share: Save:

দু’দিন আগেই প্রায় দু’হাজার পড়ুয়াকে পরীক্ষায় সাফল্য পাওয়ার উপায় বাতলে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু আজ সেই মোদী সরকারের বাজেটে কার্যত অনুচ্চারিত থাকল শিক্ষা শব্দটি। একই অবস্থা স্বাস্থ্যের। কেবল আয়ুষ্মান ভারত প্রকল্প ছাড়া ব্রাত্য রইল স্বাস্থ্যক্ষেত্রও।

‘পরীক্ষা পে চর্চা’ অনুষ্ঠানের পরেই প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কংগ্রেস নেতৃত্ব। পরীক্ষার্থীদের উদ্দেশে কংগ্রেসের পাল্টা পরামর্শ ছিল, ছাত্র-ছাত্রীদের মঙ্গল হবে যদি তাঁরা মোদীর উপদেশ না শোনেন। ঘটনাচক্রে আজ সেই মোদীর বাজেটে কার্যত শিক্ষার উল্লেখ না থাকা নিয়ে কংগ্রেস নেতা পি চিদম্বরমের কটাক্ষ, ‘‘সরকারের বাজেটে দু’টি শব্দের উল্লেখ নেই। এক চাকরি। দুই শিক্ষা।’’ আগামী তেরো বছরের মধ্যে দেশের অর্থনীতি ১০ ট্রিলিয়ন ডলার ছুঁয়ে ফেলবে বলে আজ বাজেট-বক্তব্যে দাবি করেছেন পীযূষ গয়াল।

কিন্তু প্রাক্তন উচ্চশিক্ষা সচিব অশোক ঠাকুরের মতে, শিক্ষাক্ষেত্রে সার্বিক উন্নয়ন প্রয়োজন। কেবল কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল ইন্ডিয়া, স্টার্ট আপ বা উৎকর্ষ শিক্ষা প্রতিষ্ঠান গড়লেই হবে না। মূলত জোর দিতে হবে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে। বুনিয়াদি শিক্ষার উপরে। জোর দিতে হবে গবেষণাধর্মী কাজের উপরে। তবেই সাফল্য আসা সম্ভব বলে মত তাঁর। এই মুহূর্তে যুব সমাজের কাছে বৃত্তিমূলক শিক্ষার চাহিদা সবচেয়ে বেশি থাকা সত্ত্বেও বাজেটে এ নিয়ে সরকার নীরব থাকায় মোদী সরকারের মনোভাবের সমালোচনা করেছেন ওই প্রাক্তন শিক্ষাসচিব।

তবে আগামী আর্থিক বছরে নারী ও শিশু কল্যাণ খাতে ২৯ হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে। চলতি বছরের চেয়ে এটা ২০ শতাংশ বেশি। এতে মাতৃত্বকালীন সুযোগ-সুবিধা দেওয়া ও শিশু-সুরক্ষার কাজে গতি আসবে বলে সরকারের দাবি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Budget 2019 Union Budget Piyush Goyal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE