Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Accident

অসমে যাত্রিবোঝাই বাস পুকুরে উল্টে মৃত ৭, আহত অন্ততপক্ষে ২১

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রিবোঝাই বাস পুকুরে উল্টে গিয়ে মৃত্যু হল তিন মহিলা-সহ সাত জনের। আহত হয়েছেন কমপক্ষে ২১ জন। শনিবার বিকেল সাড়ে ৩টে নাগাদ ঘটনাটি ঘটে অসমের নলবাড়ি জেলায়।

দুর্ঘটনার পর বাসটি। ছবি: সৌজন্যে এএনআই টুইটরা।

দুর্ঘটনার পর বাসটি। ছবি: সৌজন্যে এএনআই টুইটরা।

সংবাদ সংস্থা
গুয়াহাটি শেষ আপডেট: ২০ অক্টোবর ২০১৮ ২২:১৪
Share: Save:

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রিবোঝাই বাস পুকুরে উল্টে গিয়ে মৃত্যু হল তিন মহিলা-সহ সাত জনের। আহত হয়েছেন কমপক্ষে ২১ জন। শনিবার বিকেল সাড়ে ৩টে নাগাদ ঘটনাটি ঘটে অসমের নলবাড়ি জেলায়।

পুলিশ সূত্রে খবর, অসম রাজ্য পরিবহণ নিগমের ওই বাসটিতে ৫০ জনের মতো যাত্রী ছিল। বাসটি গুয়াহাটি থেকে বরপেটার দিকে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রচন্ড গতিতে বাসটি আসছিল। আদাবাড়ি এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বাসটি সোজা গিয়ে রাস্তার পাশে একটা বড় পুকুরে গোত্তা খেয়ে পড়ে।

আরও এক প্রত্যক্ষদর্শী জানান, হঠাত্ বিকট একটা শব্দ, তার পরই চিত্কার-চোঁচামেচির আওয়াজ কানে আসে। ছুটে গিয়ে দেখেন একটা বাস পুকুরের মধ্যে উল্টে পড়ে আছে। ভিতর থেকে যাত্রীরা সাহায্যের জন্য চিত্কার করছেন।

আশপাশের লোকজন ছুটে এসে দ্রুত উদ্ধারকাজে হাত লাগান। পুলিশও ঘটনাস্থলে আসে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। পুলিশ জানিয়েছে, দ্রুত উদ্ধারকাজ চলছে। বাসের ভিতরে কিছু যাত্রী আটকে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন: ‘৫০০ ট্রেন গেলেও লাইন থেকে সরানো যাবে না আমাদের’

কী ভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।

(কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাত থেকে মণিপুর - দেশের সব রাজ্যের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের দেশ বিভাগে ক্লিক করুন।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Assam Bus Accident
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE