Advertisement
২৫ এপ্রিল ২০২৪

এয়ার এশিয়া: নিশানায় ইউপিএ

প্রাথমিক তদন্তে নাম উঠে এসেছে প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম,  দেশের প্রাক্তন দুই বিমানমন্ত্রী, এনসিপি নেতা প্রফুল্ল পটেল এবং রাষ্ট্রীয় লোকদলের নেতা অজিত সিংহ, প্রাক্তন বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মার।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ৩১ মে ২০১৮ ০৩:৩৮
Share: Save:

ঘুরপথে বিদেশে উড়ান চালানোর অনুমতি পেতে চেয়েছিল তারা, এই অভিযোগ তুলে এয়ার এশিয়া ইন্ডিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেছে সিবিআই। ফের তদন্তের মুখে ইউপিএ জমানার একাধিক মন্ত্রী।

প্রাথমিক তদন্তে নাম উঠে এসেছে প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম, দেশের প্রাক্তন দুই বিমানমন্ত্রী, এনসিপি নেতা প্রফুল্ল পটেল এবং রাষ্ট্রীয় লোকদলের নেতা অজিত সিংহ, প্রাক্তন বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মার। সিবিআইয়ের দাবি, ইউপিএ আমলে এ দেশে উড়ান চালু করার জন্য ঘুষ দিয়ে নিয়ম পরিবর্তন করিয়েছিলেন এয়ার এশিয়ার ইন্ডিয়ার কর্ণধার টনি ফার্নান্ডেজ। অভিযোগ, এ দেশে বিনিয়োগ করে বিমান সংস্থা চালানোর জন্য বিদেশি সংস্থাকে যে সব শর্ত পূরণ করতে হয়, তা করেনি এয়ার এশিয়া ইন্ডিয়া।

এই সুযোগ পাইয়ে দেওয়ার ক্ষেত্রে নাম জড়িয়েছে লবিস্ট দীপক তলোয়ারের। তাঁর বিরুদ্ধে মামলা করেছে সিবিআই। নাম জড়িয়েছে টাটা সন্স কর্তা আর বেঙ্কটরামনেরও। যদিও টনি-বেঙ্কট দু’জনেই অভিযোগ অস্বীকার করেছেন। কংগ্রেসের মুখপাত্র আরপিএন সিংহ বলেন, ‘‘তদন্ত সবে শুরু হয়েছে। এখনই মন্তব্য করা ঠিক হবে না।’’ তবে ঘরোয়া ভাবে কংগ্রেস সূত্র বলছে, লোকসভা ভোটের আগে তাদের ভাবমূর্তিতে কালি দিতে পরিকল্পিত পদক্ষেপ করা হচ্ছে। কিন্তু এর আগে সিবিআই টেলিকম কেলেঙ্কারিতে কিছুই প্রমাণ করতে পারেনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

CBI Tony Fernandes civil aviation AirAsia
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE