Advertisement
২৫ এপ্রিল ২০২৪
CBSE Exam

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ, ৪৯৯ নম্বর পেয়ে প্রথম স্থানে দুই ছাত্রী

সিবিএসসি কর্তৃপক্ষ জানিয়েছেন, পাশের হারে সবচেয়ে এগিয়ে কেরলের তিরুঅনন্তপুরম রিজিয়ন, ৯৮.২ শতাংশ। এর পরেই রয়েছে চেন্নাই (৯২%) এবং তার পর দিল্লি রিজিওন (৯১.৮৭%)।

সিবিএসই-র দুই টপার হংশিকা শুক্ল (বাঁ দিকে) এবং করিশ্মা অরোরা। ছবি: টুইটার থেকে

সিবিএসই-র দুই টপার হংশিকা শুক্ল (বাঁ দিকে) এবং করিশ্মা অরোরা। ছবি: টুইটার থেকে

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০২ মে ২০১৯ ১৪:৪০
Share: Save:

প্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফল। এ বছর যৌথভাবে প্রথম হয়েছেন দুই ছাত্রী। হংসিকা শুক্ল এবং করিশ্মা অরোরা দু’জনই ৫০০-র মধ্যে পেয়েছেন ৪৯৯ নম্বর। পাশের হার ৮৩.৪ শতাংশ। ছাত্রীদের পাশের হার ৮৮.৭ শতাংশ এবং ছাত্রদের ৭৯.৪ শতাংশ।

সিবিএসসি কর্তৃপক্ষ জানিয়েছেন, পাশের হারে সবচেয়ে এগিয়ে কেরলের তিরুঅনন্তপুরম রিজিয়ন, ৯৮.২ শতাংশ। এর পরেই রয়েছে চেন্নাই (৯২%) এবং তার পর দিল্লি রিজিওন (৯১.৮৭%)।

এ বছর সিবিএসই-র পরীক্ষা হয়েছিল মার্চ-এপ্রিলে। শেষ পরীক্ষা হয়েছিল ৪ এপ্রিল। তার এক মাসেরও কম সময়ের মধ্যেই ফল ঘোষণা করল সিবিএসই। এত অল্প সময়ের মধ্যে ফল ঘোষণা করায় সিবিএসই কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকর। একই সঙ্গে পড়ুয়াদেরও অভিনন্দন জানিয়েছেন মন্ত্রী।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের ছেলে ৯৬.৪ পার্সেন্টাইল পেয়ে সিবিএসই দ্বাদ্বশ শ্রেণিতে উত্তীর্ণ হয়েছেন। এই খবর জানিয়ে টুইট করেছেন কেজরিওয়ালের স্ত্রী সুনীতা কেজরীবাল।

আরও পড়ুন: বাগনানে কেন্দ্রীয় বাহিনীর শিবিরে গুলির লড়াই, মৃত ১ জওয়ান

আরও পডু়ন: রবিবার ১১৫ কিলোমিটার বেগে এ রাজ্যে আছড়ে পড়বে ফণী, দক্ষিণবঙ্গে শুরু ঝড়বৃষ্টি

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

CBSE Result
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE