Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Celebrity Wedding

বিদেশি মিডিয়াগুলোর নজরও এখন ঈশা অম্বানির বিয়েতে! কেন বলুন তো?

‘বিগ ফ্যাট ওয়েডিং’ যাকে বলে! মুকেশ আম্বানী কন্যা ঈশা অম্বানীর বিয়েও এক্কেবারে তাই। আর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই আনন্দ পিরামলের গলায় মালা পরাবেন ঈশা। তবে তার আগে শুধু দেশের মিডিয়া নয়। বিদেশি মিডিয়াগুলোর নজরও এখন ঈশা আর আনন্দের বিয়ের দিকে।

প্রি-ওয়েডিং সেলিব্রশনেই চাঁদের হাট।

প্রি-ওয়েডিং সেলিব্রশনেই চাঁদের হাট।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০১৮ ১৬:১৬
Share: Save:

‘বিগ ফ্যাট ওয়েডিং’ যাকে বলে! মুকেশ আম্বানী কন্যা ঈশা অম্বানীর বিয়েও এক্কেবারে তাই। আর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই আনন্দ পিরামলের গলায় মালা পরাবেন ঈশা। তবে তার আগে শুধু দেশের মিডিয়া নয়। বিদেশি মিডিয়াগুলোর নজরও এখন ঈশা আর আনন্দের বিয়ের দিকে।

পরিবারের একমাত্র মেয়ের বিয়ে। গত রবিবার তাক লাগানো প্রি-ওয়েডিং পার্টি দিয়েছিলেন মুকেশ অম্বানী এবং নিতা অম্বানী। কে না ছিলেন সেই পার্টিতে? বলিউড তো বটেই। আমেরিকান গায়িকা বেয়ন্সে এসেছিলেন। ছিলেন আমেরিকান লেখিকা আরিয়ানা হাফিংটন, ‘টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি ফক্স’-এর সিইও জেমস মার্ডক। এমনকি, প্রাক্তন ব্রিটিশ প্রেসিডেন্ট বিল ক্লিনটন পত্নী হিলারি ক্লিন্টনও হাজির হয়ে গিয়েছিলেন ঈশার প্রি-ওয়েডিং সেলিব্রেশনে।

দেশের বাইরেরও এত তারকা হাজির। মুকেশ অম্বানীর কন্যার বিয়েতে বিদেশি মিডিয়াগুলোর নজর থাকবে না তাই আবার হয় নাকি?

আরও পড়ুন: ঈশা অম্বানীর বিয়েতে আসছেন মমতা? আর কে আসছেন জানেন?

এক সপ্তাহ ধরে চলা ঈশার প্রি-ওয়েডিং সেলিব্রেশন এবং বিয়েতে বিপুল খরচের খবর সর্বপ্রথম সামনে নিয়ে এসেছিল ম্যানহ্যাটনের একটি বিজনেস ওয়েবসাইট ‘ব্লুমবার্গ’। ওই ওয়েবসাইটকে অম্বানী পরিবারেরই একজন জানিয়েছেন যে, আস্ত একটা বাজারই তৈরি করে ফেলেছিলেন অম্বানী পরিবার। স্থানীয় হস্তশিল্প এবং হরেক কিসিমের শিল্পকলা মিলিয়ে সে মেলা ছিল দেখবার মতো।

এই পোশাক নিয়েই সমালোচনার মুখে পড়তে হয় আমেরিকান গায়িকা বেয়ন্সেকে।

ঈশা-আনন্দের প্রি-ওয়েডিং সেলিব্রেশনে উদয়পুরের ওই ওবেরয় উদয়ভিলা হোটেলে পারফর্ম করেছিলেন নামজাদা আমেরিকান গায়িকা বেয়ন্সেও। কখনও ভারতীয় পোশাক, কখনও বিলিতি পোশাক পরে ‘ক্রেজি ইন লভ’, ‘নটি গার্ল’, ‘পারফেক্ট’-এর মতো হিট গানগুলি গেয়ে বিদেশি মিডিয়োগুলোর নজর আরও ঘুরিয়ে দিয়েছিলেন বেয়ন্সে নিজেই। বেয়ন্সের পারফর্ম করার ভিডিয়ো থেকে ছবি সবই প্রথমে দেখানো হয়েছে ‘ব্লুমবার্গ’-এরই ওয়েবসাইটে।

A post shared by Beyoncé (@beyonce) on

তবে একা বেয়ন্সে-ই নজর কাড়েননি। স্টেজে অম্বানী পরিবারের সঙ্গে তাল মিলিয়ে হিলারি ক্লিনটন এবং প্রাক্তন ইউনাইটেড স্টেটস সেক্রেটারি অব স্টেট জন কেরি-র ভাংরা নাচ দেখেও অনেকে চমকে গিয়েছেন। বিশেষ সূত্রের খবর, এমন অনেক কিছুই ঘটেছে ঈশা-পিরামলের বিয়েতে, যা খবর পেতে আর বেগ পেতে হয়েছে দেশের সংবাদবাদ মাধ্যমগুলোকেও। কিন্তু সেই সব খবরই প্রথম বিশ্বের মানুষের কাছে পৌঁছে দিয়েছেন বিদেশের বেশ কিছু সংবাদমাধ্যম। বিজনেস সাইট ব্লুমবার্গ একা নয়। দ্য ওয়াশিংটন পোস্টের মতো প্রথম সারির সংবাদপত্রেরও নজর মুকেশ অম্বানীর কন্যার বিয়েতেই।

আরও পড়ুন: ঈশার প্রি-ওয়েডিংয়ে নানা দেশের সেরা ডিজার্ট দেখলে চমকে যাবেন

হলি-বলি তারাকদের আগমণ, ক্রিকেট থেকে রাজনীতির দুনিয়ার মানুষজনের উপস্থিতি, এক এক করে চ্যাটার্ড প্লেন আর লাক্সারি সেডানে তারকাদের আসা-যাওয়া, ভারতীয় পোশাকে বেয়ন্সের গান, তা নিয়ে অযথা ট্রোলিং, সদ্য বিবাহিত নিক জোনাস, প্রিয়ঙ্কা চোপড়া এবং দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহের আগমণ— মুকেশ অম্বানীর কন্যার বিয়ে নিয়ে এ সবই তুলে ধরা হয়েছে দ্যা ওয়াশিংটন পোস্ট-এর তরফেও।

তবে আপাতত দেশ বিদেশের মিডিয়াগুলোর নজর মুম্বইয়ের অ্যান্টিলিয়াতে। অর্থাৎ বিশ্বের ১৯ তম ধনী শিল্পপতি মুকেশ অম্বানীর বাড়িতে। সেখানেই চার হাত এক হবে ঈশা অম্বানী এবং আনন্দ পিরামলের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE