Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Permanent Resident

জম্মু-কাশ্মীরের স্থায়ী বাসিন্দার স‌ংজ্ঞা বদলে দিল কেন্দ্র

গত কাল গভীর রাতে এই বিষয়ে  বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নরেন্দ্র মোদী সরকার।

ছবি এএফপি।

ছবি এএফপি।

নিজস্ব সংবাদদাতা
শ্রীনগর শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২০ ০৫:৪৩
Share: Save:

জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা লোপ করে রাজ্যকে দুই কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করার প্রায় সাত মাস পরে সেখানকার স্থায়ী বাসিন্দার সংজ্ঞাও বদলে দিল কেন্দ্র।

গত কাল গভীর রাতে এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নরেন্দ্র মোদী সরকার। তাতে বলা হয়েছে, যাঁরা জম্মু-কাশ্মীরে ১৫ বছর ধরে বাস করছেন বা সাত বছর সেখানে পড়াশোনা করে সেখান থেকেই দশম বা দ্বাদশ শ্রেণির পরীক্ষা দিয়েছেন তাঁরা স্থায়ী বাসিন্দার (ডোমিসাইল) শংসাপত্র পেতে পারেন। কেন্দ্রীয় সরকার, রাষ্ট্রায়ত্ত সংস্থা, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বা সরকারি গবেষণাগারের যে সব কর্মী জম্মু-কাশ্মীরে কাজ করেছেন, তাঁদের সন্তানরাও সুযোগ পাবেন। কেবল এই স্থায়ী বাসিন্দারাই জম্মু-কাশ্মীর সরকারের নন গেজেটেড স্তরের লেভেল ফোর পর্যন্ত সব পদে আবেদন করতে পারবেন। লেভেল ফোরের পদের মধ্যে আছে কনস্টেবল, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। জম্মু-কাশ্মীর সরকারের বাকি পদগুলির জন্য সব ভারতীয় নাগরিকই আবেদন করতে পারবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Permanent Resident Jammu and Kashmir
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE