Advertisement
২৫ এপ্রিল ২০২৪

একসঙ্গে ভোট, মেয়াদ ছোট হবে রাজ্য বিধানসভার

খরচ ও সময় কমার যুক্তি তুলে লোকসভা ও বিধানসভা ভোট এক সঙ্গে করার প্রস্তাব দিয়েছিল কেন্দ্র। এ নিয়ে একটি খসড়া রিপোর্ট আইন মন্ত্রকের কাছে সম্প্রতি জমা দিয়েছে আইন কমিশন।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ৩১ অগস্ট ২০১৮ ০৪:৫১
Share: Save:

এক সঙ্গে ভোট করাতে গেলে পশ্চিমবঙ্গের ভোট অন্তত ছ’মাস এগিয়ে আনতে হবে।

খরচ ও সময় কমার যুক্তি তুলে লোকসভা ও বিধানসভা ভোট এক সঙ্গে করার প্রস্তাব দিয়েছিল কেন্দ্র। এ নিয়ে একটি খসড়া রিপোর্ট আইন মন্ত্রকের কাছে সম্প্রতি জমা দিয়েছে আইন কমিশন। তাতে বলা হয়েছে, এক সঙ্গে বহু নির্বাচন হলে শুধু যে খরচ কমবে তা-ই নয়, বারে বারে নির্বাচনী আচরণবিধি বলবৎ হওয়াটাও বন্ধ হবে। কেন্দ্রের যুক্তি, বারে বারে নির্বাচনী আচরণবিধি বলবৎ হওয়ায় উন্নয়নের কাজ থমকে যায়। কমিশনের রিপোর্টে বলা হয়েছে, বর্তমান সাংবিধানিক পরিকাঠামোয় সব বিধানসভা ও লোকসভা ভোট এক সঙ্গে করা অসম্ভব। এর জন্য সংবিধান ও নির্বাচনী আইন বদলাতে হবে।

তবে ভোটের সংখ্যা কমানোর একটি প্রস্তাব এ দিন রিপোর্টের সঙ্গে দেয় আইন কমিশন। তাতে বলা হয়েছে— ২০১৯-এ ১৩টি রাজ্যের বিধানসভার ভোট লোকসভার সঙ্গে করা যেতে পারে। এর ফলে ৪টি রাজ্যের বিধানসভার মেয়াদ যেমন বাড়াতে হবে, কমাতে হবে ৪টি রাজ্য বিধানসভার মেয়াদ। তবে ৫ রাজ্যের বিধানসভার মেয়াদে হেরফের হবে না।পাশাপাশি ২০২১-এ মেয়াদ শেষ হচ্ছে এমন ১৭টি রাজ্যের বিধানসভার ভোট ওই বছরের অক্টোবর বা নভেম্বরে এক সঙ্গে করার প্রস্তাব দিয়েছে কমিশন। সে ক্ষেত্রে অসম, বিহার, কেরল, তামিলনাড়ু ও পুদুচেরি বিধানসভার মেয়াদ ৬ মাস থেকে ১৩ মাস পর্যন্ত বাড়াতে হলেও ১২টি রাজ্য বিধানসভার মেয়াদ ৩ থেকে ৬ মাস কমাতে হবে। ৬ মাস কমাতে হবে পশ্চিমবঙ্গ বিধানসভার মেয়াদও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Election Parliament Assembly Central Government
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE