Advertisement
১৯ এপ্রিল ২০২৪
National News

মহার্ঘ ভাতা বাড়াল কেন্দ্র

মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্তে সিলমোহর দিল কেন্দ্রীয় সরকার। বুধবার বৈঠকে বসেছিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। সেই বৈঠকেই মহার্ঘ ভাতার হার ২ শতাংশ থেকে বাড়িয়ে ৪ শতাংশ করার সিদ্ধান্তে সরকার সিলমোহর দেওয়া হয়েছে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৫ মার্চ ২০১৭ ২২:১৬
Share: Save:

মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্তে সিলমোহর দিল কেন্দ্রীয় সরকার। বুধবার বৈঠকে বসেছিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। সেই বৈঠকেই মহার্ঘ ভাতার হার ২ শতাংশ থেকে বাড়িয়ে ৪ শতাংশ করার সিদ্ধান্তে সরকার সিলমোহর দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশনভোগী মিলিয়ে ১ কোটিরও বেশি মানুষ এই সুবিধা পাবেন।

কেন্দ্রীয় সরকারের তরফে এ দিন একটি বিবৃতি জারি করা হয়েছে। সেই বিবৃতিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে হওয়া এক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রিসভা মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে। বর্ধিত মহার্ঘ ভাতা ১ জানুয়ারি, ২০১৭ তারিখ থেকেই কার্যকর হচ্ছে।

৪৯ লক্ষের কাছাকাছি কেন্দ্রীয় সরকারি কর্মী এবং ৫৫ লক্ষেরও বেশি পেনশনভোগী এই বর্ধিত মহার্ঘ ভাতা পাবেন।

আরও পড়ুন: পিএফ, পেনশনের টাকা আরও বেশি করে শেয়ার বাজারে শীঘ্রই?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

DA Central Government
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE