Advertisement
১৬ এপ্রিল ২০২৪

বন্দিদের আধার চাই, নির্দেশ সব রাজ্যকে

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এক নির্দেশে রাজ্যগুলিকে জানিয়েছে যে, জেলে বন্দি সমস্ত অপরাধীর আধার কার্ড বানাতে হবে। কেন্দ্রের যুক্তি, বন্দিদেরও কিছু সামাজিক অধিকার রয়েছে। জেল থেকে মুক্তি পাওয়ার পরে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা নিতে হলেও আধারের প্রয়োজন হবে।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০১৮ ০৩:২১
Share: Save:

সরকারের হিসেব অনুযায়ী দেশের ১১১ কোটি মানুষের আধার কার্ড হয়ে গিয়েছে। এ বার জেলে বন্দি অপরাধীদের আধার তৈরির জন্য সক্রিয় হল কেন্দ্র।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এক নির্দেশে রাজ্যগুলিকে জানিয়েছে যে, জেলে বন্দি সমস্ত অপরাধীর আধার কার্ড বানাতে হবে। কেন্দ্রের যুক্তি, বন্দিদেরও কিছু সামাজিক অধিকার রয়েছে। জেল থেকে মুক্তি পাওয়ার পরে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা নিতে হলেও আধারের প্রয়োজন হবে।

সরকারি ভাবে সামাজিক অধিকারের দিকটিকে সামনে রাখা হলেও, এর সঙ্গে জড়িয়ে রয়েছে নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ও। স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, বন্দিরা জেল থেকে বেরোনোর পরেও যাতে তাদের দৈনন্দিন কাজকর্ম বা গতিবিধির উপরে নজর রাখা যায়, সে জন্য এখন থেকেই আধার নম্বরের ব্যবহার শুরু করতে হবে। আদালতে হাজিরা দেওয়া বা তাদের জেলে ফিরিয়ে আনার সময়ে রেজিস্টারে আধার নম্বরের উল্লেখ করা, অসুস্থ বন্দিদের হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ে আধার নম্বর নথিভুক্ত করাটা বাধ্যতামূলক করার সুপারিশ করা হয়েছে। আটক বন্দিদের আইনি সাহায্য দেওয়া, প্যারোলে মুক্তি কিংবা পড়াশোনা ও বৃত্তিমূলক শিক্ষার ক্ষেত্রে আধার নম্বর ব্যবহার করতে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যগুলিকে। একই সঙ্গে বন্দিদের সঙ্গে কারা দেখা করতে আসছেন, তাঁদের আধার নম্বর জেলের খাতায় লিখে রাখাটাও বাধ্যতামূলক করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE