Advertisement
১৬ এপ্রিল ২০২৪
National News

আইএনএক্স মিডিয়া মামলায় আরও বিপাকে চিদম্বরম! ব্যবস্থা নিতে সিবিআই-কে সবুজ সঙ্কেত কেন্দ্রের

কেন্দ্রের অনুমতি পাওয়ার পর এ বার সিবিআই সেই পথেও এগোতে পারে বলে তদন্তকারীদের সূত্রে খবর। ফলে হাজতবাসেও থাকতে হতে পারে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে।

চিদম্বরমের  বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনুমতি কেন্দ্রের। —ফাইল চিত্র

চিদম্বরমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনুমতি কেন্দ্রের। —ফাইল চিত্র

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০১৯ ২০:৪০
Share: Save:

ছেলে কার্তির বিরুদ্ধে ইতিমধ্যেই চার্জশিট দিয়েছে সিবিআই। আইএনএক্স মিডিয়া মামলায় এ বার বিপাকে পড়তে পারেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পলানিয়াপ্পন চিদম্বরমও। আজ শুক্রবারই তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুমোদন দিয়েছে কেন্দ্র। অর্থাৎ এ বার চিদম্বরমের বিরুদ্ধে চার্জশিট দিতে আর কোনও বাধা রইল না সিবিআই-এর।

সিবিআই সূত্রে খবর, আইএনএক্স মিডিয়া মামলায় প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বিরুদ্ধে তথ্য-প্রমাণ সংগ্রহের পর কেন্দ্রের কাছে অনুমোদন চেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্তকারীরা জানতে চেয়েছিলেন, বর্ষীয়ান কংগ্রেস নেতার বিরুদ্ধে প্রতারণা ও অর্থ তছরুপের মামলায় চার্জশিট পেশ করা যাবে কিনা। তাতেই সবুজ সঙ্কেত দিয়েছে কেন্দ্রীয় আইন মন্ত্রক।

গত ২৫ জানুয়ারি মামলার শুনানিতে সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি), দুই সংস্থাই দিল্লি হাইকোর্টে জানায়, আইএনএক্স মিডিয়া মামলায় চিদম্বরমকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। কেন্দ্রের অনুমতি পাওয়ার পর এ বার সিবিআই সেই পথেও এগোতে পারে বলে তদন্তকারীদের সূত্রে খবর। ফলে হাজতবাসেও থাকতে হতে পারে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে।

আরও পড়ুন: ‘বন্ধ করে দেব তিন নদীর জল’, ঘোষণা গডকড়ীর, পাকিস্তানের উপর চাপ বাড়াল ভারত

আইএনএক্স মিডিয়ায় দুর্নীতির কী অভিযোগ? চিদম্বরম এবং তাঁর ছেলে কার্তিই বা কী ভাবে অভিযুক্ত?

২০০৭ সালে আইএনএক্স মিডিয়া ৩০০ কোটি টাকার বিদেশি বিনিয়োগ (এফডিআই) পায়। সেই অনুমোদন দেয় ফরেন ইনভেস্টমেন্ট প্রোমোশন বোর্ড (এফআইপিবি)। কিন্তু সেই বিনিয়োগ এফডিআই-এর নিয়ম মেনে হয়নি বলে অভিযোগ। আরও অভিযোগ, মাত্র ৪.৬২ কোটি টাকার বিনিয়োগের অনুমোদন পেলেও আইএনএক্স মিডিয়া শেয়ার বিক্রি করে ৩০৫ কোটি টাকা তোলে। এই গোটা প্রক্রিয়ার সময় ইউপিএ জমানায় অর্থমন্ত্রী ছিলেন পি চিদম্বরম। এর পর ২০১৭ সালের ১৫ মে এই আর্থিক লেনদেন অসঙ্গতির অভিযোগে এফআইআর দায়ের করে সিবিআই। এই আইএনএক্স মিডিয়ার আবার মালিক ছিলেন পিটার মুখার্জি এবং তাঁর স্ত্রী ইন্দ্রাণী মুখার্জি।

আরও পড়ুন: ‘ফোটোশুট সরকার’-এর ‘প্রাইম টাইম মিনিস্টার’, রাহুলের খোঁচায় আরও অস্বস্তিতে বিজেপি

কার্তির বিরুদ্ধে অভিযোগ আইএনএক্স মিডিয়ার কাছ থেকে ঘুষ নেওয়ার। সিবিআই সূত্রে খবর, আইএনএক্স মিডিয়ার একটি লেনদেনে ১০ লক্ষ টাকা দেওয়ার প্রমাণ রয়েছে অ্যাডভান্টেজ স্ট্র্যাটেজিক কনসাল্টিং প্রাইভেট লিমিটেড-এর নামে। অভিযোগ, বকলমে ওই সংস্থার মালিক কার্তি চিদম্বরম। সিবিআই-এর একটি সূত্রে খবর, এফআইপিবি-র আইন ভেঙে বিদেশি বিনিয়োগের অভিযোগে আয়কর দফতরের তদন্তে আইএনএক্স মিডিয়ার হয়ে প্রভাব খাটিয়েছিলেন কার্তি। যদিও কার্তির দাবি ছিল, ওই টাকা তিনি কনসালটেন্সি ফিস হিসেবে নিয়েছেন। এই অভিযোগের ভিত্তিতেই ২০১৮ সালে লন্ডন থেকে ফেরার পরই চেন্নাই বিমানবন্দর থেকে কার্তি চিদম্বরমকে গ্রেফতার করে সিবিআই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

CBI ED P Chidambaram INX
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE