Advertisement
১৮ এপ্রিল ২০২৪

তিন তালাকের বিরোধিতায় কেন্দ্র

সুপ্রিম কোর্টে তিন তালাক পদ্ধতির বিরোধিতা করল কেন্দ্রীয় সরকার। আজ শীর্ষ আদালতে কেন্দ্র জানিয়েছে, ভারতের মতো ধর্মনিরপেক্ষ দেশে তিন তালাকের মতো বৈষম্যমূলক রীতির অস্তিত্ব থাকতে পারে না।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০১৬ ০৩:৪১
Share: Save:

সুপ্রিম কোর্টে তিন তালাক পদ্ধতির বিরোধিতা করল কেন্দ্রীয় সরকার। আজ শীর্ষ আদালতে কেন্দ্র জানিয়েছে, ভারতের মতো ধর্মনিরপেক্ষ দেশে তিন তালাকের মতো বৈষম্যমূলক রীতির অস্তিত্ব থাকতে পারে না।

মুসলিমদের বিবাহ বিচ্ছেদের এই পদ্ধতি নিয়ে বিতর্ক চলছিলই। এত দিন পর্যন্ত বিয়ে-বিচ্ছেদ-উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তির মামলার জন্য মুসলিমরা আলাদা আদালতে যেতেন। কিন্তু তিন তালাক কোরান-বিরোধী বলে দাবি ‘ভারতীয় মুসলিম মহিলা আন্দোলন’ নামে এক সংগঠনের। দীর্ঘ দিন ধরে তারা আন্দোলন চালিয়ে আসছে। সম্প্রতি তিন তালাক নিষিদ্ধ করা নিয়ে একটি আবেদন পত্রে সই করেন প্রায় ৫০ হাজার ভারতীয়। যাঁদের মধ্যে মহিলা ও পুরুষ উভয়ই রয়েছেন। এ নিয়ে আদালতে একাধিক আবেদনও জমা পড়ে।

এই সব আবেদনের প্রেক্ষিতে কেন্দ্রের মতামত জানতে চেয়েছিল সুপ্রিম কোর্ট। আদালতে পেশ করা ২৯ পাতার হলফনামায় কেন্দ্রীয় বিচার ও আইন মন্ত্রকের তরফে বলা হয়েছে, তিন তালাক পদ্ধতি দেশের সংবিধান-বিরুদ্ধ। তাই অবিলম্বে এই বিষয়টি নিয়ে আদালতে আলাদা করে বিচার হওয়া উচিত। তবে শুধু তিন তালাকই নয়। নিকাহ হালাল এবং বহুবিবাহ রীতি নিয়েও আপত্তি রয়েছে কেন্দ্রের। কেন্দ্রের বক্তব্য, এই সব ক’টি পদ্ধতিতে ভারতীয় মহিলাদের অধিকার খর্ব করা হয়। অথচ দেশের সংবিধানের ১৪ ও ১৫ নম্বর ধারায় প্রত্যেকের মৌলিক অধিকার রক্ষার কথা বলা আছে। সে দিক দিয়ে দেখতে গেলে তিন তালাকের সঙ্গে দেশের সাংবিধানিক ভাবমূর্তি একেবারেই খাপ খায় না। বিচার ও আইন মন্ত্রকের অতিরিক্ত সচিব মুকুলিতা বিজয়ভার্গব জানান, কেন্দ্র তার পেশ করা হলফনামায় জানতে চেয়েছে যে আদৌ ধর্ম নারীর মৌলিক অধিকার খর্ব করার কারণ হতে পারে কি না। এই বিষয়ে কেন্দ্রের আরও যুক্তি, পড়শি দুই দেশ বাংলাদেশ আর পাকিস্তানেও তিন তালাক অনেক আগেই বিলুপ্ত হয়েছে। সুতরাং ভারতেও বিষয়টি নিয়ে সাংবিধানিক চিন্তা-ভাবনার সময় এসেছে। আজ মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী মেনকা গাঁধীও বলেন, ‘‘ইসলামি দেশগুলিতে ভারতের চেয়ে মহিলাদের অধিকার অনেক বেশি।’’

অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড অবশ্য অনেক আগেই তিন তালাকের পক্ষে সওয়াল করেছে। তাদের যুক্তি, স্বামী-স্ত্রীর অশান্তির মধ্যে পড়ে অনেক সময় স্বামীর হাতে স্ত্রী খুনও হয়ে যেতে পারেন। কিন্তু তিন তালাক থাকলে অন্তত সেই মহিলা প্রাণে বেঁচে যেতে পারবেন। কিন্তু ল বোর্ডের মহিলা শাখা কেন্দ্রের পক্ষেই সায় দিয়ে জানিয়েছে, এই রীতি মুসলিম মহিলাদের অধিকার রক্ষায় বাধা হয়ে দাঁড়াচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

triple talaq
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE