Advertisement
২৬ এপ্রিল ২০২৪

চার্জ গঠন বিএনপি নেতার বিরুদ্ধে

ভারতে অনুপ্রবেশের দায়ে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি (বিএনপি)-র যুগ্ম সচিব তথা বাংলাদেশের প্রাক্তন মন্ত্রী সালাহুদ্দিন আহমেদের বিরুদ্ধে চার্জ গঠন করল শিলং-এর ফার্স্ট ক্লাস জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত। বিচারক কে এম এল নোংব্রির এজলাসে গত কাল শুনানির জন্য হাজির হয়েছিলেন সালাহুদ্দিন।

শেষ আপডেট: ২৪ জুলাই ২০১৫ ০৩:২৫
Share: Save:

ভারতে অনুপ্রবেশের দায়ে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি (বিএনপি)-র যুগ্ম সচিব তথা বাংলাদেশের প্রাক্তন মন্ত্রী সালাহুদ্দিন আহমেদের বিরুদ্ধে চার্জ গঠন করল শিলং-এর ফার্স্ট ক্লাস জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত। বিচারক কে এম এল নোংব্রির এজলাসে গত কাল শুনানির জন্য হাজির হয়েছিলেন সালাহুদ্দিন। পুলিশ জানায়, কোনও বৈথ নথিপত্র ছাড়াই ১১ মে শিলং-এর গল্ফ লিংক এলাকায় ঘুরছিলেন সালাহুদ্দিন। সালাহুদ্দিন ও তাঁর স্ত্রী তথা বাংলাদেশের প্রাক্তন সাংসদ হাসিনা আহমেদ দাবি করেছিলেন, ঢাকার উত্তরা থেকে ১০ মার্চ সালাহুদ্দিনকে অপহরণ করে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। দীর্ঘদিন বিভিন্ন ঘাঁটিতে রাখার পর, তাঁকে শিলং-এ রেখে যাওয়া হয়। পুলিশের দাবি, অপহরণের তত্ত্ব প্রমাণিত হয়নি। শুনানির পরে সরকারি আইনজীবি আই সি ঝা জানান, আদালত বিদেশি আইনের ১৪ নম্বর ধারা অনুযায়ী সালাহুদ্দিনের বিরুদ্ধে চার্জ গঠন করেছে। পরবর্তী শুনানি হবে ৩০ জুলাই।


মেঘভাঙা বৃষ্টিতে ভগ্নস্তূপ বসতি। উত্তরাখণ্ডের তেহরিতে। ছবি: পিটিআই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BNP Charge hill darjeeling
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE