Advertisement
১৯ এপ্রিল ২০২৪
National news

কৃতী ছাত্রকে খোদ যোগীর দেওয়া চেক বাউন্স!

উল্টে চেক বাউন্স করায় অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়েছে। কথায় কথায় অলোক জানিয়েছে, ‘‘মুখ্যমন্ত্রী স্যারের কাছ থেকে চেক পেয়ে খুশির সীমা পরিসীমা ছিল না। কিন্তু চেক বাউন্স করায় মনটা ভেঙে গিয়েছে।’’

যোগীর হাত থেকে চেক পেলেও টাকা মেলেনি।

যোগীর হাত থেকে চেক পেলেও টাকা মেলেনি।

সংবাদ সংস্থা
লখনউ শেষ আপডেট: ০৯ জুন ২০১৮ ১৮:৪৫
Share: Save:

মুখ্যমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিয়েছে ছেলে। খুশির সীমা পরিসীমা ছিল না উত্তরপ্রদেশের বারাবাঁকি জেলার মিশ্র পরিবারে। কিন্তু সেই পুরস্কারের জন্য তাঁদেরই দিতে হয়েছে আর্থিক দণ্ড!

উত্তরপ্রদেশে দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় ৯৩.৫ শতাংশ পেয়ে সপ্তম স্থান পেয়েছিল বারাবাঁকি জেলার ছেলে অলোক মিশ্র। গত ২৯ মে সেখানকার এক অনুষ্ঠানে হাজির হয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাঁর হাতে তুলে দেন এক লক্ষ টাকার চেক। এর পর পরিবারে কত উচ্ছ্বাস, দেদার আনন্দ।

স্টেট ব্যাঙ্কের সেই চেক অলোকের বাবা গত ৫ জুন জমা দিয়েছিলেন দেনা ব্যাঙ্কে। কিন্তু টাকা তো মেলেইনি। উল্টে চেক বাউন্স করায় অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়েছে। কথায় কথায় অলোক জানিয়েছে, ‘‘মুখ্যমন্ত্রী স্যারের কাছ থেকে চেক পেয়ে খুশির সীমা পরিসীমা ছিল না। কিন্তু চেক বাউন্স করায় মনটা ভেঙে গিয়েছে।’’

আরও পড়ুন: মদ, গাঁজা পাচার করতে গিয়ে ধরা পড়লেন আলিপুর জেলের ডাক্তার!

আরও পড়ুন: পুলিশের সঙ্গে গুলির লড়াই, দিল্লির কুখ্যাত দুষ্কৃতী-সহ নিহত চার

সই না মেলায়, চেকটি বাউন্স করেছে বলে ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয়েছে। এই ঘটনা নিয়ে যখন গুঞ্জন চলছে, ঠিক সেই সময় যোগীর কাছ থেকে সাড়ে চার লক্ষ টাকার চেক পেয়েছেন প্রিয়া সিংহ নামের এক দুঃস্থ শ্যুটার। তাঁর যুব বিশ্বকাপে যোগ দিতে যাওয়ার কথা। তবে চেক পেয়ে তিনি টেনশনে পড়ে গিয়েছেন কিনা, তা জানা যায়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE