Advertisement
১৯ এপ্রিল ২০২৪

রমন জমানায় ছিল সংবিধান বহির্ভূত শক্তি! ইস্তফা এজির

ছত্তীসগঢ়ে নয়া মুখ্যমন্ত্রীর নাম জানার পরেই অ্যাডভোকেট জেনারেলের পদ থেকে ইস্তফা দিলেন যুগলকিশোর গিল্ডা। পদত্যাগপত্রে বিস্ফোরক অভিযোগ তুললেন বিদায়ী সরকারের বিরুদ্ধে। জানালেন, কী ভাবে রমন সিংহ সরকার তাঁর কাজে নাক গলাত।

নিজস্ব সংবাদদাতা 
নয়াদিল্লি শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৮ ০২:৩৬
Share: Save:

ছত্তীসগঢ়ে নয়া মুখ্যমন্ত্রীর নাম জানার পরেই অ্যাডভোকেট জেনারেলের পদ থেকে ইস্তফা দিলেন যুগলকিশোর গিল্ডা। পদত্যাগপত্রে বিস্ফোরক অভিযোগ তুললেন বিদায়ী সরকারের বিরুদ্ধে। জানালেন, কী ভাবে রমন সিংহ সরকার তাঁর কাজে নাক গলাত। রাজ্যপালের উদ্দেশে যুগলকিশোর লিখেছেন, ‘‘আপনাকে ও বর্তমান তদারকি মুখ্যমন্ত্রীকে (রমন সিংহ) জানাতে চাই এজি-র অফিসকে স্বাধীন ভাবে কাজ করতে দেওয়া উচিত। এর মর্যাদা অটুট রাখা উচিত। বিগত দিনগুলিতে এর অভাব ঘটেছে বলে আমি মনে করি।’’ রমনকেও চিঠির কপি পাঠিয়েছেন যুগলকিশোর। তাতে এ-ও লিখেছেন, ‘‘আমি পদে থাকার শেষ পর্বে এজি-র দফতরের কাজে বারবার সংবিধান-বহির্ভূত শক্তি হস্তক্ষেপ করেছে। মুখ্যমন্ত্রীকেও দু’-তিন বার এটা জানিয়েছিলাম।’’

নাগপুরের বাসিন্দা ও সঙ্ঘ- ঘনিষ্ঠ যুগলকিশোর রাজ্যের এক বিজেপি নেতার সহপাঠী। তাঁর এমন পদত্যাগপত্রে রাজনীতির জগতে অনেকেই বিস্মিত। সরকার পাল্টালে এজি-র ইস্তফা দেওয়াটা নতুন কিছু নয়। নতুন সরকার এসে পছন্দ মতো কাউকে নিয়োগ করে থাকে। পালাবদল হচ্ছে দেখে গত ১২ তারিখই মধ্যপ্রদেশে পি কে কৌরব ও রাজস্থানে নরপতমল লোধা ইস্তফা দিয়েছেন। কিন্তু যুগলকিশোরের আনা গুরুতর অভিযোগের কারণে তাঁর পদত্যাগ নিয়েই চর্চা হচ্ছে বেশি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE