Advertisement
২৬ এপ্রিল ২০২৪
child trafficking

শিশু বিক্রির অভিযোগ, রাঁচীতে ধৃত ৩

শিশু বিক্রির অভিযোগ, রাঁচীতে ধৃত ৩

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ জুলাই ২০১৮ ০৫:০৪
Share: Save:

শিশু বিক্রির অভিযোগে, মিশনারিজ অব চ্যারিটির রাঁচীর নির্মল হৃদয়ের দুই সিস্টার ও এক কর্মীকে গ্রেফতার করল রাঁচীর কোতয়ালি থানার পুলিশ। অভিযোগ, রাঁচীর জেল রোডের এই হোম থেকে ১ লক্ষ ২০ হাজার টাকার বিনিময়ে বেআইনি ভাবে এক শিশু পুত্রকে উত্তরপ্রদেশের এক দম্পতিকে বিক্রি করা হয়। ওই দম্পতি রাঁচীর কোতয়ালি থানা ও রাজ্য চাইল্ড ওয়েলফেয়ার কমিটির (সিডব্লিউসি) চেয়ারপার্সন রূপা বর্মার কাছে অভিযোগ দায়ের করেন। কলকাতায় মিশনারিজ অব চ্যারিটির মুখপাত্র বলেন, ‘‘অবিশ্বাস্য কাণ্ড। রাঁচীতে আমাদের তিনটি হোম। এর আগে এ ধরনের কোনও অভিযোগ কোনও হোমের বিরুদ্ধেই ওঠেনি।’’

পুলিশ ও সিডব্লিউসি সূত্রে জানা গিয়েছে, রাঁচীর জেল রোডের ওই হোমে হানা দিয়ে গত কাল প্রথমে অনিমা ইন্দওয়ার নামে এক কর্মীকে গ্রেফতার করা হয়। পরে তাঁকে জেরা করে পুলিশ আজ ওই হোমের দুই সিস্টারকেও গ্রেফতার করে। রূপা দেবী বলেন, ‘‘উত্তরপ্রদেশের সৌরভ অগ্রবাল ও তাঁর স্ত্রী প্রীতি অগ্রবালের অভিযোগের ভিত্তিতে ওই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে সিস্টার খোসলেনিয়া ওই হোমের সিস্টার-ইন-চার্জ।’’

উত্তরপ্রদেশের ওই দম্পতির দাবি, মে মাসের ১৪ তারিখে টাকার বিনিময়ে এক শিশুপুত্রকে নির্মল হৃদয় থেকে দেওয়া হয়। জুলাই মাসের এক তারিখে ওই হোমের কর্মী অনিমা ইন্দওয়ার কিছু নথি পেশ করার জন্য তাঁদের রাঁচীতে ডেকে পাঠান। তাঁরা ওই হোমে এলে অনিমা বাচ্চাটিকে নিয়ে চলে যায়। শিশুটি তাঁদের ফেরত দেওয়া হয়নি। এর পরই তাঁরা সিডব্লিউসির দ্বারস্থ হন। কোতয়ালি থানার তদন্তকারী অফিসারের কথায়, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এর আগে আরও অন্তত তিনটি শিশুকে ওই হোম বিক্রি করেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Child Trafficking Ranchi Jharkhand Crime
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE