Advertisement
২৫ এপ্রিল ২০২৪

চিন বুঝে গিয়েছে ভারত দুর্বল নয়: রাজনাথ সিংহ

এ দিন লখনউয়ের ওই কর্মসূচিতে রাজনাথ জানালেন, চিনের সঙ্গে যাবতীয় সমস্যার সমাধান হয়েছে৷

রাজনাথ সিংহ।—ফাইল চিত্র।

রাজনাথ সিংহ।—ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
লখনউ শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০১৭ ২১:৩৫
Share: Save:

দেশের সব সীমান্তই এখন যথেষ্ট সুরক্ষিত ও নিরাপদ। ভারত আর দুর্বল দেশ নয়,বুঝে গিয়েছে চিনও। মন্তব্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের। রবিবার ভারতীয় লোধি মহাসভা আয়োজিত একটি অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন রাজনাথ।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী এ দিন বলেন,‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ আরও শক্তিশালী হয়েছে। সেই সঙ্গে আন্তর্জাতিক মঞ্চেও ভারতের মর্যাদা আরও বেড়েছে।’’

ডোকলাম বিবাদের জেরে বেশ কয়েকটি ক্ষেত্রে কড়া সিদ্ধান্ত নেয় মোদী সরকার৷ বাতিল করে দেওয়া বড় অঙ্কের চুক্তিও৷ তবে সরকারই শুধু পদক্ষেপ করেছিল এমন নয়, সাধারণ মানুষের মধ্যেও চিন বিরোধী ভাবাবেগ তীব্র হয়েছিল ডোকলাম সঙ্কটের সময়। কোনও সরকারি ঘোষণা ছাড়াই চিনা পণ্য বয়কটের হিড়িক পড়ে গিয়েছিল দেশে৷ তাতেই সিঁদুরে মেঘ দেখে উপমহাদেশের অন্যতম শক্তিধর দেশটি৷তবে এ দিন লখনউয়ের ওই কর্মসূচিতে রাজনাথ জানালেন, চিনের সঙ্গে যাবতীয় সমস্যার সমাধান হয়েছে৷

আরও পড়ুন: পঞ্জাব-কেরলে বড় হার, ইলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে বিপর্যয়, চাপে বিজেপি

চিনের পাশাপাশি ভারতের মাথাব্যথার আর এক কারণ হলপাকিস্তান৷ নিয়ন্ত্রণরেখায় জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা চলছে, চলছে গোলাগুলি৷ সে প্রসঙ্গে এ দিন ইসলামাবাদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন কেন্দ্রী স্বরাষ্ট্র মন্ত্রী।পাকিস্তান জঙ্গি পাঠিয়ে ভারতে সন্ত্রাসবাদী কার্যকলাপে মদত দিচ্ছে বলে এ দিন ফের অভিযোগ করেন তিনি। তবে স্বরাষ্ট্র মন্ত্রীর আশ্বাস,পাকিস্তানের কার্যকলাপে ঘাবড়ানোরও কিছু নেই৷ কারণ প্রতিদিন পাঁচ থেকে দশজন জঙ্গিকে নিকেশ করছে ভারতীয় সেনা৷

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE