Advertisement
১৮ এপ্রিল ২০২৪
National News

ভেঙে পড়ল কপ্টার, আতঙ্কে শূন্যেই লাফ দিয়ে ব্লেডের ধাক্কায় মৃত্যু

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওড়ার সময়ই হেলিকপ্টারটি একটু বেসামাল হয়ে পড়ে হাওয়ার প্রচন্ড গতির কারণে। ফলে ভেঙে পড়ে সেটি।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১০ জুন ২০১৭ ১১:২৭
Share: Save:

পাঁচ পর্যটক, দুই পাইলট ও এক ইঞ্জিনিয়ারকে নিয়ে সবে মাত্র উড়েছে হেলিকপ্টারটি। হাওয়ার এত গতি ছিল যে উড়তে গিয়েই একটু বেসামাল হয়ে পড়ে সেটি। পরিস্থিতি বেগতিক দেখে উড়ন্ত হেলিকপ্টার থেকেই প্রাণভয়ে ঝাঁপ মারেন ইঞ্জিনিয়ার। কপ্টারের রোটারে লেগে ছিটকে পড়েন তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এই ঘটনার পরমুহূর্তেই পর্যটকদের নিয়ে ভেঙে পড়ে হেলিকপ্টারটি। উত্তরাখণ্ডের বদ্রিনাথের ঘটনা।

আরও পড়ুন: অনুপ্রবেশের চেষ্টা উরিতে, খতম পাঁচ জঙ্গি

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল পৌনে ৮টায় বদ্রিনাথ থেকে পর্যটকদের নিয়ে মুম্বইয়ের ক্রেস্টাল অ্যাভিয়েশন-এর অগাস্টা ১১৯ কোয়ালা হেলিকপ্টার হরিদ্বারের উদ্দেশে রওনা হয়েছিল। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, হাওয়ার প্রচন্ড গতির কারণে ওড়ার সময়ই হেলিকপ্টারটি একটু বেসামাল হয়ে পড়ে। তখনই প্রাণভয়ে হেলিকপ্টার থেকে ঝাঁপ দেন ইঞ্জিনিয়ার। ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) সূত্রে জানানো হয়েছে, এই দুর্ঘটনায় ইঞ্জিনিয়ার মারা গিয়েছেন। অল্প আহত হয়েছেন পাইলটরা। তবে পর্যটকরা সুরক্ষিতই আছেন। ঘটনাস্থলের উদ্দেশে একটি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Chopper Crash Badrinath বদ্রিনাথ
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE