Advertisement
১৯ এপ্রিল ২০২৪

‘সিএএ-র দায় কংগ্রেসেরই’

মোদী সম্প্রতি দাবি করেছেন, দেশে ডিটেনশন ক্যাম্প নেই।

ছবি: পিটিআই।

ছবি: পিটিআই।

নিজস্ব সংবাদদাতা
গুয়াহাটি শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৯ ০৩:০৮
Share: Save:

রাজ্যের অর্থমন্ত্রী তথা অসম সরকারের মুখপাত্র হিমন্তবিশ্ব শর্মা আজ বলেন, ‘‘কংগ্রেসের আমলে আসা শরণার্থীদের জন্যই আইন সংশোধন করতে হয়েছে। নরেন্দ্র মোদীর আমলে এক জন বিদেশিও অনুপ্রবেশ করেনি। কিন্তু তার আগে বাধ্য হয়ে পালিয়ে আসা হিন্দু পরিবারদের তো তাড়িয়ে দেওয়া যায় না।’’ এর পাল্টা প্রাক্তন মুখ্যমন্ত্রী, কংগ্রেসের তরুণ গগৈ বলেন, ‘‘আমরা বিদেশি এনে থাকলে বিজেপি কেন তাঁদের খুঁজে বার করে দিচ্ছে না? বাংলাদেশ সরকার তো বলেছে, তালিকা দাও। তা হলে এখন আর সিএএ বা ডিটেনশন সেন্টারের কী দরকার?’’

মোদী সম্প্রতি দাবি করেছেন, দেশে ডিটেনশন ক্যাম্প নেই। তা খণ্ডন করে তরুণ গগৈ মনে করান, অটলবিহারী বাজপায়ীই ১৯৯৮-এ ডিটেনশন সেন্টারের প্রস্তাব দিয়েছিলেন। আদালতের নির্দেশে সেগুলি তৈরি হয়। মোদী সরকার অসমে সবচেয়ে বড় ডিটেনশন ক্যাম্প তৈরির জন্য ৪৬ কোটি টাকা দিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE