Advertisement
১৯ এপ্রিল ২০২৪
National news

নাবালিকা ধর্ষণের সাজা মৃত্যু! বিল আনতে চলেছে মধ্যপ্রদেশ

মধ্যপ্রদেশেও এ বার ইভটিজার দৌরাত্ম ঠেকাতে শুরু হচ্ছে অ্যান্টি রোমিও অপারেশন। ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। নাবালিকা ধর্ষণের শাস্তি হবে মৃত্যুদণ্ড, এমন আইন করার কথা ভাবছে মধ্যপ্রদেশ সরকার।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০১ এপ্রিল ২০১৭ ১৬:৩৩
Share: Save:

মধ্যপ্রদেশেও এ বার ইভটিজার দৌরাত্ম ঠেকাতে শুরু হচ্ছে অ্যান্টি রোমিও অপারেশন। ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। তবে ভোপালের পুলিশ অ্যাকাডেমির এক অনুষ্ঠানে বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী চমকে দেওয়ার মতো একটা ঘোষণা করেছেন। নাবালিকা ধর্ষণের শাস্তি হবে মৃত্যুদণ্ড, এমন আইন করার কথা ভাবছে মধ্যপ্রদেশ সরকার। যদি হয়, তবে দেশের মধ্যে তা প্রথম হবে।

ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করার দাবি দেশের নানা প্রান্তে নানা সময়েই উঠেছে। দিল্লির নির্ভয়া কাণ্ডের পর এই দাবি ভীষণই জোরালো হয়ে ওঠে। তবে এর পক্ষে এবং বিপক্ষে- দুদিকেই যুক্তির ধার প্রবল। ভারতীয় সংবিধানে ধর্ষণের জন্য চরম শাস্তির আইন নেই। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী বিধানসভা অধিবেশনেই নাবালিকা ধর্ষণকারীদের মৃত্যুদণ্ড দেওয়ার বিল আনা হবে। বিধানসভায় বিল পাশ হলে সম্মতি নিতে তা রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। সত্যিই এই আইন কার্যকর হলে তা যেমন দেশের ইতিহাসের বড়সড় একটা নজির তৈরি করবে, তেমনই তীব্র বিতর্কের জন্ম যে দেবেই তাও বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন: কাকা ধর্ষণ করেছে, বাড়িতে তা জানিয়েও ফল না মেলায় আত্মঘাতী কিশোরী

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Madhya Pradesh Minor Rape
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE