Advertisement
২৬ এপ্রিল ২০২৪

মাওবাদী হামলায় নিহত কোবরা জওয়ান

লখিসরাই জেলার গরসন্ডা গ্রামের বাসিন্দা রোশন কুমার ২০১৬-তে সিআরপির কোবরা বাহিনীতে যোগ দেন। আজ গ্রামে তাঁর মৃতদেহ নিয়ে যাওয়া হয়। বাবা-মা ছাড়াও তাঁর ছোট বোন রয়েছে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
পটনা শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০১৯ ০২:০৮
Share: Save:

মাওবাদীদের রাখা আইইডি বিস্ফোরণে মৃত্যু হল সিআরপির কোবরা বাহিনীর এক সাব-ইন্সপেক্টরের। বিহারের গয়া-আওরঙ্গাবাদ জেলার সীমায়, ডুমুরিয়ার ছকরবন্দা জঙ্গলে গত রাতের ঘটনা। মৃত সাব ইন্সপেক্টরের নাম রোশন কুমার। লখিসরাই জেলার গরসন্ডা গ্রামের বাসিন্দা রোশন কুমার ২০১৬-তে সিআরপির কোবরা বাহিনীতে যোগ দেন। আজ গ্রামে তাঁর মৃতদেহ নিয়ে যাওয়া হয়। বাবা-মা ছাড়াও তাঁর ছোট বোন রয়েছে।

সিআরপি সূত্রের খবর, গত রাতে ছকরবন্দা জঙ্গলে মাওবাদীরা লুকিয়ে রয়েছে খবর পেয়ে কোবরা বাহিনী অভিযানে নামে। মাওবাদীদের সঙ্গে তাদের গুলির লড়াই শুরু হয়। গুলি চালাতে চালাতেই জঙ্গিরা জঙ্গলের গভীরে গা ঢাকা দেয়। ঘটনাস্থল থেকে তিনটি আইইডি উদ্ধার করে সিআরপি। তখনই একটি আইইডি ফেটে যায়। গুরুতর জখম হন দু’জন। তাঁদের পটনার হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে রোশন কুমারের মৃত্যু হয়।

সিআরপি কর্তাদের সন্দেহ, আইইডিগুলিকে ফাঁদ হিসেবে ব্যবহার করা হয়েছিল। সেই ফাঁদে পা দেন জওয়ানরা। বম্ব স্কোয়াড আসার আগেই তা উদ্ধার করতে গিয়ে বিস্ফোরণ হয়। এলাকায় তল্লাশি চালাচ্ছে সিআরপি বাহিনী। সিআরপির শীর্ষ কর্তারা ঘটনাস্থলে পৌঁছন। ফরেনসিক দল এবং বম্ব স্কোয়াড পাঠানো হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Maoist Attack Cobra Jawan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE